1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য

১০ ডিসেম্বর ২০১৮

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ৮ মাস আগে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি এখন পর্যন্ত দেখেছেন বহু মানুষ৷

https://p.dw.com/p/39mrt
Bangladesch Näherinnen bei der Arbeit
ছবি: DW/Harun Ur Rashid Swapan

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ঐ ভিডিওতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে৷ পাকিস্তানের অংশ হিসেবে দেশটি দারিদ্র্য আর দুর্ভিক্ষে জর্জরিত ছিল৷ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পরও বহু বছর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে দেশটিকে৷ কিন্তু ২০০৬ সাল থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, পেছনে ফেলে দিয়েছে পাকিস্তানকে৷

বর্তমানে বাংলাদেশকে এশিয়ার ‘টাইগার ইকোনমি' দেশ বলা হয়৷ ভিডিওটিতে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কীভাবে ত্বরান্বিত হয়েছে তা বর্ণনা করা হয়েছে৷ গত ৮ মাসে ভিডিওটি দেখা হয়েছে ১০ লাখ বার৷ শেয়ার হয়েছে ১৫ হাজারেরও বেশি বার৷

এপিবি/এসিবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান