অর্থনৈতিক মন্দার পর ঊর্ধ্বমুখী পর্যটন শিল্প
১৯ জানুয়ারি ২০১১মাদ্রিদ ভিত্তিক এই সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর সাথে সাথে পর্যটন শিল্পে প্রবৃদ্ধি হয়েছে বেশ দ্রুত৷ ২০০৮ সালের শেষ দিকের অর্থনৈতিক সংকট এবং ২০০৯ এর মন্দা পর্যটন শিল্পকে কিছুটা প্রভাবিত করলেও পরের বছরই তা বেশ এগিয়ে গেছে৷ সংস্থাটির হিসাব মতে, ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বেড়েছে ৬.৭ শতাংশ৷
বিষয়টি আরো পরিষ্কার করে তুলে ধরা হলো এভাবে৷ ২০০৯ সালে পর্যটক ছিলেন সাড়ে ৯৩ কোটি৷ পরের বছরেই তা বেড়েছে পাঁচ কোটি আশি লাখ৷ আরো একটু পিছন ফিরে সংস্থাটি জানালো, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা শুরুর আগে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল ৯১ কোটি ৩০ লাখ৷ ফলে ২০১০ সালের পর্যটকের সংখ্যা সেটিকেও ছাড়িয়ে গেছে৷ এক সাংবাদিক সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক তালেব রিফাই জানালেন, সারাবিশ্বে পর্যটকের সংখ্যা বৃদ্ধির হার অনেক বিশ্লেষকের ধারণাকেও ছাড়িয়ে গেছে৷ তবে এখন প্রধান কাজ হচ্ছে পর্যটন শিল্পের এই প্রবৃদ্ধির হারকে একই মাত্রায় ধরে রাখা৷ আর এটা মোটেও সহজ কাজ নয়৷
তিনি আরো জানান, ২০১১ সালেও পর্যটন শিল্পের প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে৷ তবে তা একটু ধীর গতিতে হতে পারে৷ অর্থাৎ ৪-৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন রিফাই৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন