আফগান শরণার্থী রুখতে তুরস্ক সীমান্তে কঠোর নিরাপত্তা
আফগানিস্তানে তালেবান ফেরার পর থেকেই আফগানদের বড় একটা অংশ দেশ ছাড়তে মরিয়া৷ তাদের অনেকে ইতিমধ্যে হেঁটে ইরান হয়ে তুরস্কে ঢোকার চেষ্টা করছেন৷ তাদের রুখতে সীমান্তে প্রহরা জোরদার করেছে তুরস্ক৷ দেখুন ছবিঘরে...
তুরস্ক সীমান্তে বন্দি
এই দুজন আফগানিস্তান থেকে হাঁটতে শুরু করেছিলেন এক সপ্তাহ আগে৷ ইরান পার হয়ে তুরস্কের সীমান্তবর্তী ভ্যান শহরে এলে গত ২১ আগস্ট তুর্কি সীমান্তররক্ষীরা আটক করে তাদের৷
তুরস্কে প্রবেশের অপেক্ষা...
ছবির এই পরিবারটিও ইরান থেকে হেঁটে এসে ভ্যান শহরের সীমান্তে ধরা পড়ে যায়৷ সীমান্তরক্ষীরা তাদের এই ঘরটিতে বসতে বলেছেন৷ আফগান নাগরিক হিসেবে যাবতীয় কাগজপত্র দেখাতে পারলে তুরস্কে প্রবেশের সুযোগ মিলতে পারে তাদের৷
রাতের প্রহরী
তুরস্কের এক সীমান্তরক্ষীর এ ছবি তোলা হয় ২১ আগস্ট রাতে৷ ভ্যান শহর সংলগ্ন সীমান্তের ছবি এটি৷
প্রাচীরের দৈর্ঘ বাড়ছে...
২০১৭ সালে সীমান্তে তিন মিটার উঁচু প্রাচীর নির্মাণের কাজ শুরু করে এর্দোয়ান সরকার৷ সম্প্রতি দেয়ালের দৈর্ঘ আরো ৬৪ কিলোমিটার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে৷ ওপরের ছবিতে বিশেষ ক্যামেরায় চোখ রেখে সীমান্তে কেউ অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছেন কিনা তা দেখছেন এক তুর্কি সেনা৷
এর্দোয়ানের ঘোষণা এবং বাস্তবতা
সম্প্রতি তুরস্ক জানিয়েছে, আফগানিস্তানে তালেবান ফেরার আগে থেকেই সেখানে এক লাখ ৮২ হাজার নিবন্ধিত এবং প্রায় দুই লাখ অনিবন্ধিত আফগান শরণার্থী বাস করছেন৷ তাই তালেবান আফগানিস্তান দখল করার পরই তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন তুরস্ককে ‘শরণার্থী জমাকেন্দ্রে’ পরিণত করা হোক তা তিনি চান না৷ এর পাশাপাশি ইইউ-র প্রতি আফগান শরণার্থীদের দায়িত্ব নেয়ার আহ্বানও জানান তিনি৷
পরবাসে বন্দি জীবন
ওপরের ছবিটিও ভ্যান শহর সংলগ্ন সীমান্ত থেকে তোলা৷ ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই এসেছেন আফগানিস্তান থেকে৷
সেনা টহল
ভ্যান শহর সংলগ্ন সীমান্তে টহল দিচ্ছে তুর্কি সেনাবাহিনীর গাড়ি৷
নজরদারি
ইরান সংলগ্ন তুর্কি সীমান্তে সতর্ক তুরস্কের কমান্ডোদের সতর্ক অবস্থান৷
হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ
আফগানিস্তান থেকে যাতে অবাধে শরণার্থী প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আকাশ থেকেও নজরদারির ব্যবস্থা করেছে তুরস্ক সরকার৷ ওপরের ছবিতে ভ্যান প্রদেশের সীমান্ত সংলগ্ন আকাশে তুর্কি বিমানবাহিনীর হেলিকপ্টারের টহল৷