আজিজুল হক পাটওয়ারী ডয়চে ভেলেকে বলেন, ‘‘ইকবাল হোসেনের কাছে আমি ১২ লাখ টাকা পাই৷ সেই টাকা তিনি দিচ্ছেন না৷ এই কারণে আমি একটি মামলা করেছি, সেই মামলায় তার কারাদণ্ড হয়েছে৷ উল্টো ইকবাল হোসেন ও তার ভাইয়েরা আমাদের বিরুদ্ধে ৮টি মামলা করেছে৷ কোনো মামলাতেই অভিযোগ প্রমানিত হয়নি৷’’