উগ্র জাতীয়তাবাদী শাসন: সেকাল-একাল
সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থি শাসনব্যবস্থার প্রতি মানুষের সমর্থন বেড়েছে৷ গত শতকেও এমন ধারা দেখা গিয়েছিল৷
আডল্ফ হিটলার
১৯৩৩ সালে নির্বাচনের মাধ্যমে জার্মানিতে ক্ষমতায় আসেন আডল্ফ হিটলার৷ তার দলের কর্মীরা রাজনৈতিক বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের ভয় দেখাতেন৷ আর ইহুদিদের প্রতি হিটলারের মনোভাব ও হলোকস্টের কথা সচেতন মানুষ মাত্রই জানেন৷ প্রায় ৬০ লক্ষ ইহুদিকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়৷ তবে অর্থনৈতিক মন্দা কাটাতে সক্ষম হওয়ায় কিছু শ্রেণির মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রেণির কাছে তিনি জনপ্রিয় ছিলেন৷
বেনিতো মুসোলিনি
‘ইটালির ফ্যাসিবাদের জনক’ বলা হয় তাকে৷ ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির নেতা মুসোলিনি ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন৷ ১৯২৫ সালে গণতন্ত্র বাতিল করে একনায়কতন্ত্র চালু করেন তিনি৷ গোপন পুলিশের সহায়তায় মুসোলিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করেন৷ এছাড়া কয়েকটি আইন প্রণয়নের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিলেন৷
জেনারেল ফ্রান্সিসকো ফ্রাংকো
হিটলার ও মুসোলিনির সহায়তায় স্পেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে লড়েছিলেন জেনারেল ফ্রাংকো৷ এরপর ১৯৩৯ সালে ক্ষমতায় যান৷ ১৯৭৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্পেনের প্রধানমন্ত্রী ছিলেন৷ ক্ষমতার প্রথম দশকে তাঁর অনেক রাজনৈতিক প্রতিদন্দ্বী ও ভিন্ন মতাবলম্বী হত্যার শিকার হন৷ এছাড়া নিয়ন্ত্রিত গণমাধ্যম ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনি মানুষের মগজ ধোলাই প্রক্রিয়া চালু করেছিলেন৷
ভিক্টর অর্বান
গত মে মাসে চতুর্থবারের মতো হাঙ্গেরির প্রধানমন্ত্রী হন ডানপন্থি এই নেতা৷ শপথ গ্রহণের পর দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘‘উদার গণতন্ত্রের বদলে আমরা একবিংশ শতকের খ্রিষ্টীয় গণতন্ত্র চালু করেছি৷’’ শরণার্থীরা হাঙ্গেরির খ্রিষ্টান পরিচয়ের জন্য হুমকি বলে মনে করেন তিনি৷ তাঁর সময়ে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের আশ্রয় দেয়া অপরাধ হিসেবে গণ্য করে সংসদে একটি আইনও পাস হয়েছে৷ এছাড়া গণমাধ্যমের উপরও নিয়ন্ত্রণ আরোপ করেছেন৷
ডোনাল্ড ট্রাম্প
সাম্প্রতিক সময়ে মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের সন্তানদের আলাদা করার ঘোষণা দিয়ে সমালোচিত হয়েছেন ট্রাম্প৷ বিশ হাজার শিশুকে আটকে রাখার মতো ক্যাম্প তৈরির কথাও বলেছেন তিনি৷ এছাড়া কয়েকটি মুসলিম অধ্যুষিত দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন৷ দেশটির সুপ্রিম কোর্ট সেটি অনুমোদনও করেছে৷ রিপাবলিকান দল ট্রাম্পের এসব সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আসছে৷
মাটেও সালভিনি
তিনি ইটালির নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর ডানপন্থি দল ‘লিগা নর্ড’ জোট সরকারের একটি অংশ৷ সম্প্রতি তিনি প্রায় সাড়ে আটশ আফ্রিকান ও আরব শরণার্থী বোঝাই দুটি জাহাজ ইটালির উপকূল থেকে ফিরিয়ে দিয়েছেন৷ সালভিনি বলেছেন, ইটালি ‘মাদক ব্যবসায়ী, ধর্ষক আর চোরে’ ভরে গেছে৷ তিনি তাদের দেশে ফেরত পাঠাতে চান৷
নরেন্দ্র মোদী
ভারতীয় লেখক পংকজ মিশ্র নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে মোদীকে ‘ফ্যাসিস্ট ও নাৎসিদের দ্বারা অনুপ্রাণিত একটি ডানপন্থি হিন্দু সংস্থার সদস্য’ বলে আখ্যায়িত করেছেন৷ তাঁর শাসনামলে সংখ্যালঘু মুসলমান ও খ্রিষ্টানদের বিরুদ্ধে নিপীড়ন চালিয়েছে গোঁড়া হিন্দুরা৷ তাছাড়া মুসলিম অধ্যুষিত এলাকায় পরিবর্তন আনতে তাঁর সরকার হিন্দুদের উৎসাহিত করছে বলেও অভিযোগ রয়েছে৷
রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান
সম্প্রতি আবারও প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি৷ তবে এবার প্রেসিডেন্ট হিসেবে তাঁর ক্ষমতা বেড়েছে অনেক৷ ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানের পর এর্দোয়ান সরকার প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে, এক লক্ষ ১০ হাজারের বেশি মানুষকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, অনেক গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে৷