এক পুরুষ এবং তাঁর ব্লগ
ভিডিও ব্লগার স্টিভ হ্যানিস বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ান৷ ডয়চে ভেলে টিভির ট্র্যাভেল বিষয়ক অনুষ্ঠানে কাজ করা এই ব্লগার নিজেই জানিয়েছেন তাঁর কিছু প্রিয় এলাকার কথা৷
অতুলনীয় ল্যান্ডস্কেপ
আমার মতো প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ হচ্ছে ক্যানাডা৷ সেদেশের নিউফাউন্ডল্যান্ড এলাকা ওয়েস্টার্ন ব্রুক পন্ডের একটি ছবি এটি৷
চিলির হিমবাহে
ভৌগোলিক বৈচিত্রময়তার জন্য চিলি আমার অন্যতম প্রিয় স্থান৷ সেখানকার ন্যাশনাল পার্কে তোলা ছবি এটি৷ চিলির জাতীয় পানীয় তৈরিতে ব্যবহারের জন্য পেছনের ধূসর হিমবাহ আদর্শ৷
প্রদীপ্ত চূড়া
চিলির টরেস ডেল পাইন ন্যাশনাল পার্কের ল্যান্ডমার্ক হচ্ছে সুইয়ের মতো দেখতে গ্রানাইটের চূড়া তিনটি৷ চূড়া তিনটির প্রকৃত সৌন্দর্য্য ফুটে ওঠে খুব সকালে, যখন সেগুলোর গায়ে সূর্যের প্রথম আলো পড়ে৷ সেটা দেখতে গেলে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে৷
ময়লার ট্রাকে ভ্রমণ
ক্যারেটের অস্ট্রাল এর পথ ধরে ‘হিচহাইকিং’৷ সেবার আমার মতো আরো কয়েকজন পর্যটককে নিয়ে উঠে পড়েছিলাম ময়লা ফেলার এক ট্রাকে৷ হাতে ছিল প্লাস্টিক কাপে ওয়াইন৷
ভিন্ন দেশ, ভিন্ন স্টাইল
ইকুয়েডরের একটি গ্রামে জনপ্রিয় এক উৎসব চলাকালে এই ছবিটি তোলা৷ গিনিপিগ ফ্যাশন শো শেষে চূড়ান্ত বিজয়ীকে পুরস্কার হিসেবে দেয়া হয় এক বস্তা চাল৷
‘ডেথ রোড’
বলিভিয়ার এই রাস্তায় অনেক প্রাণঘাতি দুর্ঘটনা ঘটেছে৷ পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবে বিবেচিত এটি৷ আমি এই রাস্তা পাড়ি দিয়েছে মাউন্টে বাইকে৷
নারিকেলের অসাধারণ স্বাদ
যাত্রাপথে আমি স্থানীয় খাবার পরখ করে দেখি৷ তাই পরামর্শ হচ্ছে, শ্রীলঙ্কা গেলে অবশ্যই নারিকেল খাবেন৷ আর রাস্তার পাশের বিক্রেতার কাছে পাবেন ফ্রেশ নারিকেল, দামও সস্তা৷
এক রাতের কথা
ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের এই এলাকায় দিনের বেলা ঘুড়েছিলাম ‘ডগ স্লেডে’৷ তবে রাতের সৌন্দর্য উপভোগ করেছি পায়ে হেঁটে৷ খেয়াল রাখবেন, বরফের উপর হাঁটতে চাইলে অবশ্যই ‘স্নোসুজ’ লাগবে৷