ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান বলেন, ‘‘আমরা প্রতিটি এলাকায় টহল জোরদার করেছি৷ যেসব এলাকায় ঘটনা বেড়েছে, সেসব এলাকায় ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ ডিউটি করছে৷ আর কিছু এলাকা যেমন মোহাম্মদপুর সেখানে ভৌগলিক কারণেও অপরাধ প্রবণতা বেশি৷ তাই আমাদের বিছুটা বেগ পেতে হচ্ছে৷ তবে আমরা এরইমধ্যে কয়েকটি গ্যাং-এর সদস্যদের আটক করেছি৷’’