কঙ্গোয় ইটালির রাষ্ট্রদূত নিহত
২২ ফেব্রুয়ারি ২০২১হামলায় তার গাড়ি চালক এবং দেহরক্ষীও নিহত হয়েছেন৷
কিভু প্রদেশের প্রাদেশিক গভর্নর কার্লি নিসানসু কাসিভিটা জার্মান বার্তাসংস্থা ডিপিএকে জানান, অজ্ঞাতপরিচয়ের বন্দুকধারীরা সোমবার ভিরুংসা ন্যাশনাল পার্কে জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায়৷ এ সময় লুকা আত্তানাসিও, তার গাড়ি চালক এবং এক দেহরক্ষী নিহত হন৷
ইটালির পররাষ্ট্রমন্ত্রণালয়ও কঙ্গোয় তাদের রাষ্ট্রদূতের প্রাণ হারানোর খবর নিশ্চিত করেছে৷ তবে তার সঙ্গে শুধু একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়৷ আত্তানাসিওকে ২০১৯ সালে রাষ্ট্রদূত হিসেবে কঙ্গোতে নিয়োগ দেয়া হয়েছিল৷
কঙ্গো পুলিশ দাবি করেছে, ইটালীয় রাষ্ট্রদূত যে সংঘাতপ্রবণ গামা অঞ্চল পরিদর্শক করছেন, তা তাদের আগে জানানো হয়নি৷ দেশটির পুলিশ প্রধান আব্বা ভান বার্তাসংস্থা ডিপিএকে বলেছেন, আত্তানাসিও কোনো ধরনের পুলিশ পাহারা ছাড়াই ওই অঞ্চলে যাওয়ায় তিনি বিস্মিত৷
উল্লেখ্য, কঙ্গোর সংঘাতপ্রবণ পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিক, বিভিন্ন দাতাসংস্থা ও কর্মকর্তাদের উপর হামলা মাঝেমাঝেই ঘটে৷ সেখানে একশ'র মতো বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে৷ দেশটির মূল্যবান প্রাকৃতিক সম্পদ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে লড়াই করছে তারা৷
এআই/এসিবি (ডিপিএ, এএফপি)