1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

কঙ্গোয় ইটালির রাষ্ট্রদূত নিহত

Sanjiv Burman২২ ফেব্রুয়ারি ২০২১

কঙ্গোয় নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও এক হামলায় নিহত হয়েছেন৷ জাতিসংঘের এক বহরের অংশ হিসেবে দেশটির পূর্বাঞ্চলের কিভু প্রদেশের বিরোধপূর্ণ গামা অঞ্চল পরিদর্শনকালে হামলার শিকার হন তিনি৷

https://p.dw.com/p/3piCv
 Kongo Virunga Nationalpark
ছবি: picture-alliance/blickwinkel/K. Wothe

হামলায় তার গাড়ি চালক এবং দেহরক্ষীও নিহত হয়েছেন৷

কিভু প্রদেশের প্রাদেশিক গভর্নর কার্লি নিসানসু কাসিভিটা জার্মান বার্তাসংস্থা ডিপিএকে জানান, অজ্ঞাতপরিচয়ের বন্দুকধারীরা সোমবার ভিরুংসা ন্যাশনাল পার্কে জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায়৷ এ সময় লুকা আত্তানাসিও, তার গাড়ি চালক এবং এক দেহরক্ষী নিহত হন৷

ইটালির পররাষ্ট্রমন্ত্রণালয়ও কঙ্গোয় তাদের রাষ্ট্রদূতের প্রাণ হারানোর খবর নিশ্চিত করেছে৷ তবে তার সঙ্গে শুধু একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়৷ আত্তানাসিওকে ২০১৯ সালে রাষ্ট্রদূত হিসেবে কঙ্গোতে নিয়োগ দেয়া হয়েছিল৷

কঙ্গো পুলিশ দাবি করেছে, ইটালীয় রাষ্ট্রদূত যে সংঘাতপ্রবণ গামা অঞ্চল পরিদর্শক করছেন, তা তাদের আগে জানানো হয়নি৷ দেশটির পুলিশ প্রধান আব্বা ভান বার্তাসংস্থা ডিপিএকে বলেছেন, আত্তানাসিও কোনো ধরনের পুলিশ পাহারা ছাড়াই ওই অঞ্চলে যাওয়ায় তিনি বিস্মিত৷

উল্লেখ্য, কঙ্গোর সংঘাতপ্রবণ পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিক, বিভিন্ন দাতাসংস্থা ও কর্মকর্তাদের উপর হামলা মাঝেমাঝেই ঘটে৷ সেখানে একশ'র মতো বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে৷ দেশটির মূল্যবান প্রাকৃতিক সম্পদ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে লড়াই করছে তারা৷

এআই/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য