কারামুক্ত হলেন সৌদি রাজকন্যা
৯ জানুয়ারি ২০২২রাজকন্যা বাসমাহ নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন৷
২০১৯ সালের মার্চ থেকে ৫৭ বছর বয়সী সৌদি রাজকন্যা বাসমাহ ও তার প্রাপ্তবয়স্ক কন্যা সুহুদ আল শরীফের হদিস পাওয়া যাচ্ছিল না৷
সে বছর ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডে চিকিৎসার জন্য যাবার কথা ছিল৷
তখন তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ আনা হয় বলে তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বরাতে জানা গিয়েছিল৷
শনিবার তার মুক্তির খবর জানিয়ে আইনজীবী হেনরি এস্ট্রামান্ট বলেন, ‘‘রাজকন্যা ভালো আছেন, তবে তাকে ডাক্তার দেখানো দরকার৷ তাকে কিছুটা বিধ্বস্ত মনে হচ্ছিল৷ তবে ছেলেদের সঙ্গে পুনর্মিলনের সময় তাকে ভালো দেখাচ্ছিল৷''
সৌদি সরকার কখনো রাজকন্যা বাসমাহর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি৷ ২০২০ সালে সামাজিক মাধ্যমে বাসমাহ জানিয়েছিলেন, তাকে রিয়াদে আটকে রাখা হয়েছে এবং তিনি অসুস্থ৷
সৌদি আরবের বাদশাহ সৌদ বিন আবদুলাজিজ আল সৌদের কনিষ্ঠ সন্তান বাসমাহ৷ বাদশাহ সৌদ সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলাজিজ আল সৌদের দ্বিতীয় সন্তান৷ বাদশাহ আবদুলাজিজের মৃত্যুর পর ১৯৫৩ সালে সৌদ বাদশাহ হন এবং ১৯৬৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন৷ তিনি তার ভাই বাদশাহ ফয়সালের কাছে ক্ষমতা হারান৷
জেডএ/আরআর (এএফপি, রয়টার্স)