কিভাবে বুঝবেন, অক্টোবরফেস্ট?
দক্ষিণ জার্মানির মিউনিখ শহরে অক্টোবরফেস্টে যাবার স্বপ্ন কে না দেখে! কিন্তু স্বপ্ন যখন সত্যি হয়, তখন সেটা বোঝা যায় কিছু কিছু লক্ষণ থেকে...৷
ভিড়ে ভিড়াক্কার
অক্টোবরের উৎসব যে ষোলো দিন চলবে, তার প্রতিদিনই মনে হবে যেন সারা দুনিয়া চলেছে ‘মাঠ’ অভিমুখে৷ সেই স্রোতে ভেসে চলে যান, কেননা ভি’জন-এর ষাট লাখ – হ্যাঁ, ঠিকই শুনেছেন, ষাট লাখ ‘অভিযাত্রী’ তো আর ভুল করতে পারেন না...৷
চলন্ত সিঁড়ি তো নয়, যেন রোলারকোস্টার!
মেট্রো-তেই ঘোষণা করে দেওয়া হয়েছে: ‘মিউনিখ! টেরেসা-র মাঠ! সবাই নেমে পড়ুন!’ এর অর্থ, ঘণ্টায় বারো থেকে সাড়ে বারো হাজার মানুষ এই এস্ক্যালেটর দিয়ে ওপরে উঠবেন৷ চলন্ত সিঁড়ির গতি সাধারণত প্রতি সেকেন্ডে ১৬ ফুট হলেও, অক্টোবরফেস্টের সময় তা আরো কিছুটা বাড়িয়ে দেওয়া হয়৷ ফলে লোকজন সাঁ সাঁ করে টিউব স্টেশন থেকে উৎসব প্রাঙ্গণে পৌঁছে যান৷
ধৈর্য চাই
মার্চ মাসেই খবরের কাগজে বেরিয়েছিল: ‘ভি’জন-এর তাঁবুগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে!’ এখন ‘মাঠে’ পৌঁছালে দেখবেন বিয়ারের তাঁবুগুলোর উপর লেখা রয়েছে: ‘ভিড় বেশি হওয়ায় আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷’ কাজেই লাইন করে দাঁড়ান, আর কী করবেন৷ মনে রাখবেন, শুক্র কি শনিবার রিজার্ভেশন না থাকলে কোনো বিয়ারের তাঁবুতে জায়গা পাওয়া প্রায় অসম্ভব৷
বিয়ার পরিবেশন, না ভারোত্তলন?
তাঁবুতে ঢুকে দেখবেন, যে মহিলারা বিয়ার পরিবেশন করছেন, তাঁদের পেশীশক্তি ও বাহুবল!একটি বিয়ারের ‘মাগ’-এর ওজন প্রায় দু’কিলো তিন’শ গ্রাম৷ অথচ এই মহিলারা প্রতিবার ১২টি ভরভরতি বিয়ারের ‘মাগ’ বহন করতে পারেন৷ এ বছর আবার এই ‘মাস’ বা এক ‘মাগ’ বিয়ারের দাম দাঁড়িয়েছে দশ ইউরোর ওপরে, সেই সঙ্গে আছে টিপস৷ ভেবে কি লাভ, চিয়ার্স!
বিদেশ থেকে আসেন যারা
অক্টোবরফেস্টের অতিথিদের প্রতি পাঁচজনের মধ্যে একজনই বিদেশি! এদের অধিকাংশই ইটালীয় কিংবা মার্কিনি৷ অস্ট্রেলীয় আর নিউজিল্যান্ডাররা পৃথিবীর অপর প্রান্ত থেকে ‘ভি’জন’ দেখতে আসেন৷
বেঞ্চের উপর দাঁড়া নয়, বেঞ্চের উপর নাচা
বিয়ার পানের পর হয়ত দেখলেন যে, নিজেই চেয়ার-টেবিলের ওপরে উঠে নাচতে শুরু করেছেন! পরস্পরের সঙ্গে হাতে হাত গলিয়ে গানের তালে তালে দোলাকে জার্মানে বলে ‘শুঙ্কেল্ন’৷ হঠাৎ খেয়াল করলেন: ‘আরে! আমি তো দিব্যি সকলের সঙ্গে গলা মিলিয়ে জার্মান গান গাইতে পারছি!’
অনন্ত সাপ্লাই
অক্টোবরফেস্টের কিছু বাঁধা খাবার আছে – যেমন ‘ব্রেৎসেল’ নামধারী ‘বান’ কিংবা ‘ভি’জন-হেন্ডল’ নামধারী চিকেন রোস্ট৷ গোটা অক্টোবরফেস্ট জুড়ে প্রায় দশ লাখ ভাজা মুর্গি বিক্রি হয়৷ কিন্তু বিশ্বের বৃহত্তম মানবমেলায় অতিথিরা যে পরিমাণ বিয়ার পান করেন, সে তুলনায় মুর্গিরা নস্যি! অক্টোবরফেস্টে প্রতি বছর মোট ৭০ লাখ লিটার বিয়ার পান করা হয়৷
দুনিয়াটা উল্টে গেল নাকি?
না, একে অতটা বিয়ার পান৷ তার ওপর আবার রোলার-কোস্টারে চড়েছেন৷ কাজটা ভালো করলেন কিনা, কে জানে....যাকগে, পরের তাঁবুতে আর একটা বিয়ার খেয়ে নিলেই হলো...৷
পরের দিন সকালের খোঁয়াড়ি ও খোয়ারি
পয়সা-কড়ি ফুরিয়েছে৷ মাথাটা ধরে রয়েছে৷ কাল যেন কোথায় গিয়েছিলাম? ও হ্যাঁ, অক্টোবরফেস্টে! মোবাইল ফোনে ঐ ছবিটা – ও-তে কি আমাকে দেখা যাচ্ছে নাকি? সেল্ফি?