বিরোধ সত্ত্বেও মরক্কোকে সমর্থন সাধারণ আলজেরীয়দের
১৪ ডিসেম্বর ২০২২২০২১ সালের আগস্ট মাস থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই৷
সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে মরক্কোর সখ্যতার কারণে অখুশি আলজেরিয়া৷ ২০২০ সালের ১০ ডিসেম্বর ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একমত হয় মরক্কো৷
এছাড়া আলজেরিয়ার উপকূলীয় কাবিলি এলাকায় স্বায়ত্তশাসন চাওয়া এমএকে গোষ্ঠীকে মরক্কো সমর্থন দিচ্ছে বলেও আলজেরিয়া অভিযোগ করে আসছে৷
আর আলজেরিয়ার বিরুদ্ধে মরক্কোর অভিযোগ, পশ্চিম সাহারাকে স্বাধীন করতে চাওয়া পোলিসারিও ফ্রন্টকে সমর্থন দিচ্ছে তারা৷
আলজেরিয়ার টিভিতে মরক্কো নেই
বিশ্বকাপে বেলজিয়ামের মতো দলকে মরক্কো ২-০ গোলে হারালেও সেদিন আলজেরিয়ার টিভির খবরে ঐ ম্যাচের ফলাফল দেখানো হয়নি৷ আর স্পেনকে হারানোর পর টিভিতে বলা হয়, ‘‘লা রোজাদের জন্য একটা কঠিন ম্যাচ ছিল এবং তাদেরকে পেনাল্টি পর্যন্ত নিয়ে যাওয়া হয়৷ সেখানে তারা বাদ পড়ে যায়৷'' তবে কাদের কারণে বাদ পড়েছে সেটি উল্লেখ করা হয়নি৷
এরপর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারানোর পর আলজেরিয়ার রাষ্ট্রীয় টিভিতে মরক্কোর পতাকা দেখানো হয়৷ এর পরদিনই ঐ টিভির মহাপরিচালকের চাকরি চলে যায়৷
মরক্কোকে সাধারণ আলজেরীয়দের সমর্থন
রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের মধ্যে বিরোধ থাকলেও আলজেরিয়ার সাধারণ মানুষ মরক্কোকে সমর্থন করছেন৷ অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আলজেরিয়ার বিভিন্ন এলাকায় ক্যাফেতে বসে লোকজন খেলা দেখছেন ও মরক্কোর জয় উদযাপন করছেন৷
আলজেরিয়ার বাসিন্দা আহমেদ কাতারে ডয়চে ভেলেকে বলেন, ‘‘সত্যি বলতে আলজেরিয়ার সরকারি টিভিতে মরক্কোর ভাইদের খেলার ফল না দেখানো দুঃখজনক৷ কিন্তু আমরা আলজেরিয়ার সাধারণ মানুষ তাদের (মরক্কোর) সঙ্গে আছি৷ দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে বিরোধ থাকলেও আমরা সাধারণ মানুষেরা সবসময় ভাই হয়ে থাকবো৷''
আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ যিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন তিনি আরব আমিরাতের দৈনিক ‘দ্য ন্যাশনাল' বলেন, ‘‘আমি তাদের (মরক্কো) জন্য দারুণ খুশি৷’’
মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারে যাওয়া আহমেদ জানান, ‘‘আলজেরিয়ার অনেক সমর্থকের সঙ্গে আমাদের দেখা হয়েছে, আমরা পতাকা বিনিময় করেছি৷ এখানে সবাই নিজেদের আফ্রিকার মনে করছে, আরব মনে করছে, সবাই খুব দারুণ অনুভব করছে৷''
মরক্কোর আরেক সমর্থক ইয়াসমিন বলেন, ‘‘বিশ্বকাপে আলজেরিয়ার সমর্থকদের আমাদের সমর্থন করতে দেখে ভালো লাগছে৷ আমরাও ২০১৪ সালে তাদের সমর্থন করেছিলাম৷''
আলী ফারহাত/জেডএইচ