কৃষকের ক্ষতি করায় বিশাল অংকের জরিমানা
১৭ ফেব্রুয়ারি ২০২০ফসলের ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কৃষক বিল বেডার মামলা ঠুকে দিয়েছিলেন জার্মান কৃষি রাসায়নিক প্রস্তুতকারী বায়ার এবং বিএএসএফ-এর বিরুদ্ধে৷ পাশের একটি খামারে ব্যবহৃত এই প্রতিষ্ঠানগুলোর আগাছানাশক উপাদানে ঐ কৃষকের ফসলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷
বিচারক দেড় কোটি ডলারের ক্ষতিপূরণের পাশাপাশি ২৫ কোটি ডলার জরিমানা করেছে কোম্পানি দুটিকে৷ তবে অভিযোগ অস্বীকার করে তারা এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছে৷ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি দাবি করেছে, নির্দেশিকা অনুযায়ী ব্যবহার সাপেক্ষে তাদের আগাছানাশক রাসায়নিক সম্পূর্ণ নিরাপদ৷
উল্লেখ্য ১৮৬৩ সালে যাত্রা করা বায়ার বিশ্বের বড় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি৷ তাদের বিরুদ্ধে বর্তমানে ১৪০টিরও বেশি মামলা ঝুলছে৷ ২০১৮ সালে ছয় হাজার ৩০০ কোটি ডলারে মার্কিন কৃষি রাসায়নিক প্রস্তুতকারক মনসানটোকে কিনে নেয় তারা৷ মূলত এই কোম্পানির নিয়েই এখন বিভিন্ন মামলায় লড়তে হচ্ছে বায়ারকে৷ তারই প্রথমটির রায়ে সাড়ে ২৬ কোটি ডলারের জরিমানার মুখোমুখি তারা৷
এফএস/এসিবি (ডিপিএ, রয়টার্স)