কৃষি নীতি সংস্কারের দাবিতে জার্মানিতে বিক্ষোভ
৩১ আগস্ট ২০২০জার্মানির কৃষি মন্ত্রী ইউলিয়া ক্লোকনারের আমন্ত্রণে কোবলেনৎস শহরে আসছেন ইউরোপের দেশগুলোর কৃষি ও মৎস সম্পদ মন্ত্রীরা৷ দুদিনের এক সম্মেলনে যোগ দিতে জার্মানির দক্ষিণাঞ্চলীয় এ শহরে আসছেন তারা৷ তবে সম্মেলন শুরুর আগেই শুরু হয়ে গেছে বিক্ষোভ৷
জার্মান পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার সাড়ে তিনশর মতো মানুষ এ বিক্ষোভে অংশ নেন৷ ২০টি ট্রাক্টর ছিল তাদের সঙ্গে৷ তবে আয়োজকদের দাবি, অন্তত এক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে ইইউ'র কৃষি নীতি ঢেলে সাজানোর দাবি তুলেছেন৷ অংশগ্রহণকারীদের সবাই পারিবারিক খামারের মালিক৷ তাদের দাবি, কৃষি নীতি হতে হবে এমন যাতে পরিবেশ রক্ষা পায়, পোকাও রক্ষা পায়৷ এর পাশাপাশি কৃষি নীতিকে পারিবারিক খামার রক্ষার উপযোগী করার দাবিও জানিয়েছেন তারা৷
২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আর্থিক সঙ্কটের কারণে ইউরোপের অন্তত ৪০ লাখ পারিবারিক খামার বন্ধ হয়েছে৷
ইউরোপিয়ান ফারমার্স অ্যাসোসিয়েশন (কোপা)-র সভাপতি ইওয়াখিম রুকভিড বলেন, ‘‘ইইউর উচিত সমাধানকেন্দ্রিক কৌশল অবলম্বন করা৷’’ এ সময় প্রয়োজনের অতিরিক্ত পোকার ওষুধ ব্যবহার না করার নীতিমালা প্রণয়নের আহ্বানও জানান তিনি৷
এসিবি/জেডএইচ (ডিপিএ, এএফপি)
জানুয়ারি মাসের ছবিঘরটি দেখুন...