1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন নিপীড়নের শিকার শিশু ফুটবলাররা

২ ডিসেম্বর ২০১৬

তাঁরা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ছোটবেলায় ক্লাবে গিয়েছিলেন৷ কিন্তু সেখানে গিয়ে কোচদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এখন পর্যন্ত সাড়ে তিনশ' জন এই অভিযোগ এনেছেন৷

https://p.dw.com/p/2Tcib
ব্রিটিশ স্পোর্টস অ্যাকাডেমি
ছবি: picture-alliance/AP Photo/M. Rickett

এই ঘটনায় স্তম্ভিত পুরো ব্রিটেন৷ প্রথম অভিযোগ আনেন অ্যান্ডি উডওয়ার্ড৷ বর্তমানে ৪৩ বছর বয়সি উডওয়ার্ডের বক্তব্য প্রকাশ হয় ১৬ নভেম্বর, গার্ডিয়ান পত্রিকায়৷ উডওয়ার্ড জানান, ১১ বছর বয়সে তিনি ‘ক্রুয়ে আলেকজান্দ্রা' (বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ বিভাগে খেলছে দলটি) ক্লাবে খেলতে গিয়েছিলেন৷ সেখানে কোচ ব্যারি বেনেলের কাছে যৌন নিগ্রহের শিকার হন তিনি৷ এত বছর পর এসে এই ঘটনা প্রকাশ করার মাধ্যমে তিনি অন্যদেরও তাঁদের ঘটনা বলতে উৎসাহিত করতে চেয়েছেন বলে জানান উডওয়ার্ড৷

798845492461350917

উডওয়ার্ডের এই বক্তব্য প্রকাশের পর একে একে অনেকেই এমন অভিযোগ আনছেন৷ এখন পর্যন্ত সাড়ে তিনশ' জন পুলিশের কাছে তাঁদের কোচ দ্বারা যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ এনেছেন৷ সংখ্যাটি জানিয়েছে ব্রিটেনের ‘ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল' বা এনপিসিসি৷ অভিযোগকারীদের মধ্যে একসময় ইংল্যান্ডের জাতীয় দলে খেলা ফুটবলারও রয়েছেন৷ এর মধ্যে কয়েকজন বছরের পর বছর ধর্ষিত হওয়ার অভিযোগও এনেছেন৷

এনপিসিসি-র শিশু নিরাপত্তা বিষয়ক প্রধান কর্মকর্তা সিমন বেইলি বলছেন, ‘‘সব অভিযোগগুলো যেন ঠিকভাবে খতিয়ে দেখা যায় সে ব্যাপারে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কাজ করছি৷'' যাদের সঙ্গে এবং যত আগে এ ধরনের ঘটনা ঘটে থাকুক না কেন, সে বিষয়গুলো পুলিশকে জানাতে ভুক্তভোগীদের আহ্বানও জানিয়েছেন তিনি৷

এদিকে, ব্রিটিশ চ্যারিটি এনএসপিসিসি এ বিষয়ে একটি হটলাইন চালু করেছে৷ প্রথম সপ্তাহেই ৮৬০টি কল এসেছে বলে জানিয়েছে সংস্থাটি৷ প্রথম তিন দিনে ৬০টি ঘটনার কথা তারা পুলিশ কিংবা ‘সোশ্যাল সার্ভিস'-কে জানিয়েছে বলে দাবি এনএসপিসিসি-র৷

কে এই ব্যারি বেনেল?

অ্যান্ডি উডওয়ার্ডকে যৌন নিপীড়নকারী বেনেল সত্তরের দশকের শুরু থেকে তিন দশক পর্যন্ত ক্রুয়ে আলেকজান্দ্রা, ম্যানচেস্টার সিটি ও স্টোক সিটি ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন৷ এই সময়ে তাঁর হাতে যৌন নিগ্রহের শিকার হন অনেকেই৷ গত মঙ্গলবার বেনেলের বিরুদ্ধে ১৯৮১ থেকে ১৯৮৫ সালের মধ্যে ১৪ বছরের কমবয়সি এক ছেলেকে আট উপায়ে যৌন নিগ্রহ করার অভিযোগ আনা হয়৷ ১৪ ডিসেম্বর বেনেলের আদালতে হাজির হওয়ার কথা৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য