1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোন মামলায় গ্রেপ্তার মামুনুল?

১৮ এপ্রিল ২০২১

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ রবিবার দুপুর ১টার দিকে তাকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়৷

https://p.dw.com/p/3sBe0
ছবি: bdnews24.com

২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ৷ তিনি বলেন, ‘‘হেফাজতের বিরুদ্ধে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্ট্রার অফিসে হামলা, ভাঙচুরসহ অনেকগুলো মামলা রয়েছে৷ এসব মামলার তদন্ত চলছে৷’’ 

গত এক সপ্তাহে এই নিয়ে মামুনুল হকসহ হেফাজতে ইসলামের অন্তত আটজন নেতা গ্রেপ্তার হলেন৷ বর্তমানে হেফাজতের অনেক নেতাই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে৷ 

পরিস্থিতি মোকাবিলায় হেফাজতের নেতারা বৈঠক করেছেন বলে ডয়েচে ভেলেকে জানিয়েছেন হেফাজতের প্রচার সম্পাদক ও মুখপাত্র জাকারিয়া নোমান ফয়জী৷ আর রবিবারের বিকেলে গোষ্ঠীটির ফেসবুক পেজে হেফাজতের আমীর জুনায়েদ বাবুনগরী বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে৷  তিনি জানান, বর্তমান পরিস্থিতিকে সাংগঠনিকভাবে ও আইনিভাবে মোকাবিলা করবে হেফাজতে ইসলাম৷ তবে, হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন৷ 

‘আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইব’

পুলিশ কর্মকর্তা হারুন বলেন, ‘‘সোমবার তাকে আমরা আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইব৷ গত ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে নাশকতার ঘটনা, পাশাপাশি ২০১৩ সালের ৫মে যে নাশকতা হয়েছে ওই সব মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে৷’’

তিনি বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিলাম, পাশাপাশি ২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর-নাশকতার  মামলা তদন্ত করছিলাম৷ তদন্তে ওই ঘটনায় সুস্পষ্ট সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷’’

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ঢাকায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে আলোচনায় আসেন মামুনুল হক৷ ভাস্কর্যটি এখনো স্থাপন করা হয়নি৷  

‘নেতারা বৈঠকে করেছেন’

মামুনুল হকসহ গত এক সপ্তাহে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মোহাম্মদ জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা জুবায়ের আহমেদ, সহকারি মহাসচিব শাখাওয়াত হোসেন রাজী, আরেক সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম অফেন্দি ও ফখরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন৷ এদের মধ্যে ৫ জন বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছেন৷

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য