1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলুন, মহাকাশে ঘুরতে যাওয়ার জন্য টাকা জমাই

২৭ সেপ্টেম্বর ২০১১

সামনেই লম্বা ছুটি৷ ভাবছেন, কোথায় যাওয়া যায়? পাহাড়, সাগর, নদী সবই তো দেখা শেষ৷ এবার চাইছেন নতুন কিছু দেখতে৷ আর সেটা যদি হয় মহাকাশ! হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ আর কদিন পর হয়তো আপনি মহাকাশে ছুটি কাটাতে যেতে পারবেন৷

https://p.dw.com/p/12hAU
২০১৬ সালে নাকি খুলবে এই মহাকাশ হোটেলছবি: Orbital Technologies

মহাকাশে বিজ্ঞানীদের গবেষণার স্থান আইএসএস'এ বেড়াতে গেছেন কেউ কেউ - এই খবর আমরা জানি৷ তবে এবার পর্যটকদের জন্য মহাকাশে আস্ত এক হোটেল বানানোর কথা জানালো রাশিয়ার একটি কোম্পানি, যেখানে আইএসএস'এর চেয়ে আরেকটু আরামে থাকতে পারবেন পর্যটকরা৷

Russland Orbital Technologies plant Raumhotel
মহাকাশে ভাসমান অর্বিটাল হোটেলছবি: Orbital Technologies

অর্বিটাল টেকনলজিস নামের এই কোম্পানিটি বলছে আর মাত্র পাঁচ বছরের মধ্যেই তারা মহাকাশে একটি হোটেল বানানোর পরিকল্পনা করছে৷ আর ২০৩০ সালের মধ্যে তারা পর্যটকদের মঙ্গলগ্রহে নিয়ে যেতে চাইছেন৷

ভবিষ্যতের এই হোটেল সম্পর্কে সম্প্রতি কিছুটা ধারণা দিয়েছে অর্বিটাল৷ জানা গেছে, মোট চারটি কেবিন থাকবে হোটেলে৷ তবে একসঙ্গে সর্বোচ্চ সাতজন থাকতে পারবে তাতে৷

হোটেলের জন্য পৃথিবী থেকেই খাবার তৈরি করে নেয়া হবে৷ মেন্যু হতে পারে এরকম - প্রথমে আলুর স্যুপ তারপর মাশরুম দিয়ে রান্না করা বাছুরের মাংস ও শিমের তরকারি এবং শেষে চিনির সিরাপে ভেজানো আলুবোখারা৷

রান্না করা এই খাবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করে পরিবেশন করা হবে৷ এছাড়া বরফ চা, মিনারেল ওয়াটার এবং ফলের জুস খেতে পারবেন পর্যটকরা৷ তবে অ্যালকোহল একেবারে নিষিদ্ধ৷

Russland Orbital Technologies plant Raumhotel
হোটেলের জানালা দিয়ে অসাধারণ এই দৃশ্য দেখা যাবেছবি: Orbital Technologies

হোটেলের অবস্থান হবে পৃথিবী থেকে ২১৭ মাইল উপরে৷ সেখানে যেতে-আসতে একেক জনের খরচ হবে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের মতো৷ আর পাঁচদিন থাকার জন্য খরচ হতে পারে ১ মিলিয়ন ডলারের মতো৷ অর্থাৎ সব মিলিয়ে বুঝতেই পারছেন একেক জন পর্যটকের পকেটে কী পরিমাণ টাকা থাকতে হবে৷ তবে পরবর্তীতে খরচের পরিমাণ কমতে পারে বলে আশ্বস্ত করেছেন অর্বিটাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা৷

হোটেল থেকে মহাকাশ দেখার জন্য থাকবে দূরবীন৷ বিজ্ঞানীরা বলছেন, প্রযুক্তিগত দিক বিবেচনা করলে অর্বিটাল কোম্পানি যে পরিকল্পনা করেছে সেটা ঠিক আছে৷ কিন্তু এর জন্য যে বিনিয়োগ দরকার সেটা পাওয়া যাবে কিনা সেটা ভেবে দেখতে হবে৷

বিজ্ঞানীরা যে রকেটে করে বর্তমানে আইএসএস'এ যায় সেই সোয়ুজে করেই পর্যটকদের হোটেলে নেয়া হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান