তুরস্কে ‘হিউম্যানিটারিয়ান সামিট’
২৩ মে ২০১৬রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও আন্তর্জাতিক দাতা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত আছেন৷ জাতিসংঘের কর্মকর্তারা জানান, সম্মেলনে সংকট মোকাবিলার নতুন উপায় খোঁজার চেষ্টা করা হবে৷ বর্তমানে বিশ্বের প্রায় ৬০ মিলিয়ন মানুষ ঘর ছাড়া৷ সহায়তা প্রয়োজন আরও প্রায় ১২৫ মিলিয়ন মানুষের৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেন, ইতিহাসে এখনই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বিপদে আছে৷
জার্মান চ্যান্সেলর ম্যার্কেল বলেন, ‘ভবিষ্যতের সঙ্গে সংগতিপূর্ণ' এমন কোনো মানবিক ব্যবস্থা বর্তমান বিশ্বে নেই৷ তিনি বলেন, কোনো সংকট হলে তা মোকাবিলার জন্য অনেকেই অনেক অঙ্গীকার করে৷ কিন্তু শেষ পর্যন্ত আর অর্থ ছাড় হয় না৷ সম্মেলনের বক্তৃতায় তিনি ইউনিসেফের জন্য জার্মানির অর্থ সহায়তা বাড়ানোর অঙ্গীকার করেন৷
কয়েক বছরের পরিকল্পনার পর জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ ম্যার্কেল ছাড়াও কুয়েতের আমির সম্মেলনে যোগ দিয়েছেন৷ এছাড়া পোপ ফ্রান্সিস ভিডিও বার্তা পাঠিয়েছেন৷
সমালোচকরা বলছেন, এই সম্মেলন আয়োজনের উদ্দেশ্যটি ভালো, কিন্তু শেষ পর্যন্ত তা অর্থহীন ও ‘বুলি-সম্পন্ন' এক সম্মেলনে পরিণত হতে পারে৷
ডক্টরস উইদাউট বর্ডার্স সম্মেলনের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের কোনো প্রতিনিধি পাঠায়নি৷ এদিকে, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সেখানে যাওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত যাননি৷ ফলে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক৷ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের কারণে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মন্ত্রী তুরস্কে যাননি বলে জানা গেছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)