‘টাকার খেলায়’ চ্যাম্পিয়ন বার্সেলোনা
প্রতিযোগিতার আদলেই সবচেয়ে ধনী ক্লাবগুলোর নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ডেলোইট৷ তাদের দেয়া তথ্য অনুযায়ী ‘ফুটবল মানি লিগ’-এ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা৷ দেখা যাক কোন কোন ক্লাব আছে সেই তালিকায়...
বার্সেলোনা, ৮৪০. ৮ মিলিয়ন ইউরো
প্রথম ক্লাব হিসেবে ২০১৮-১৯ মৌসুমে ৮০০ মিলিয়নের বেশি আয় করেছে স্পেনের বার্সেলোনা৷ সেই সুবাদে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবও হয়েছে তারা৷ গত মৌসুমে তাদের মোট আয় ছিল ৮৪০.৮ মিলিয়ন ইউরো৷
রেয়াল মাদ্রিদ, ৭৫৭.৩ মিলিয়ন ইউরো
স্পেনের আরেক ক্লাব রেয়াল মাদ্রিদ বেশ কম আয় নিয়ে দ্বিতীয় স্থানে৷ ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের মোট আয় ছিল ৭৫৭.৩ মিলিয়ন ইউরো৷
ম্যানচেস্টার ইউনাইটেড, ৭১১.৫ মিলিয়ন ইউরো
ডেলোইটের হিসেবে দু’ বছর আগেও সবার ওপরে ছিল ইংল্যান্ডের এই ক্লাব৷তবে মাঠের ব্যর্থতার প্রভাব আর্থিক বাজারেও পড়ছে৷ ৭১১.৫ মিলিয়ন ইউরো আয় নিয়ে তাই তারা এবার তিন নম্বরে৷
বায়ার্ন মিউনিখ, ৬৬০.১ মিলিয়ন ইউরো
বরাবরের মতো সেরা ধনী ক্লাবের তালিকায় জার্মানির বায়ার্ন মিউনিখও আছে৷ তাদের আয় ৬৬০.১ মিলিয়ন ইউরো৷
পিএসজি, ৬৩৫.৯ মিলিয়ন ইউরো
ফ্রান্সের পিএসজি-ও খুব পিছিয়ে নেই৷ ৬৩৫.৯ মিলিয়ন ইউরো আয় নিয়ে তারা আছে পঞ্চম স্থানে৷
ম্যানচেস্টার সিটি, ৬১০.৬ মিলিয়ন ইউরো
ষষ্ঠ স্থানে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি৷ ২০১৮-১৯ মৌসুমে ৬১০.৬ মিলিয়ন ইউরো আয় করেছে তারা৷
লিভারপুল, ৬০৪.৭ মিলিয়ন ইউরো
সপ্তম স্থানে আছে ইংল্যান্ডের আরেক ক্লাব লিভারপুল৷ ম্যানচেস্টার সিটির চেয়ে তাদের আয় একটু কম, ৬০৪.৭ মিলিয়ন ইউরো৷
টটেনহাম হটস্পার, ৫২১.১ মিলিয়ন ইউরো
সবচেয়ে ধনী ক্লাবের তালিকায় ইংল্যান্ডের সর্বশেষ প্রতিনিধি টটেনহাম৷ স্পারদের মোট আয় ৫২১.১ মিলিয়ন ইউরো৷
ইউভেন্টুস, ৪৫৯.৭ মিলিয়ন ইউরো
ইতালির লীগ আগের তুলনায় অনেক জৌলুস হারালেও ইউভেন্টুসের জৌলুস কমেনি৷ এক মৌসুমে ৪৫৯.৭ মিলিয়ন ইউরো আয় নিয়ে সবচেয়ে ধনী ক্লাবের তালিকায় তারা আছে নবম স্থানে৷