ঢাকায় ঘরে-বাইরে সিসিটিভির ব্যবহার
ঢাকায় নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ছে৷ সেই সঙ্গে সব পর্যায়ে বাড়ছে সিসিটিভির ব্যবহার৷ ডিএমপি-ও রাজধানীকে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে৷ বিস্তারিত ছবিঘরে...
সবচেয়ে দামি সিসিটিভি
বাংলাদেশে আমদানি করা সবচেয়ে দামি সিসিটিভি এটা। দুই লাখ টাকা দামের এই সিসিটিভিতে আছে ৫ মেগাপিক্সেল আইপি ক্যামেরা। ৫ কিলোমিটার দূরের জিনিসও এই ক্যামেরায় ধরা পড়বে, পাওয়া যাবে রঙিন ছবি। তাইওয়ানের তৈরি এই সিসিটিভি আমদানি করেছে সিডনি সান ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। তবে এই সিটিসিভির খুব বেশি চাহিদা নেই। শৌখিন মানুষরাই এটার ক্রেতা।
‘৪ ক্যামেরার সেটআপেই মানুষের আগ্রহ বেশি’
রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার সিটির (আইডিবি ভবন) তৃতীয় তলায় রয়েছে ডিজিটাল পেস নামের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মো. সুমন। তিনি মূলত সিসিটিভির ব্যবসা করেন। জানালেন, বাংলাদেশে যে সিসিটিভি পাওয়া যায় তার অধিকাংশই চীন থেকে আসে। কিছু দামি ক্যামেরা আসে তাইওয়ান থেকে। সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে কয়েক লাখ টাকার সেটআপ মেলে। তবে ৪ ক্যামেরার সেটআপেই মানুষের আগ্রহ বেশি।
মুদি দোকানেও সিসিটিভি ক্যামেরা রাখার সুবিধা
শুধু ঢাকা শহর নয়, গ্রামের মুদি দোকানেও এখন ব্যবহার করা হচ্ছে সিসিটিভি। ছবিটি শেওড়াপাড়ার একটি দোকান থেকে তোলা। দোকানের মালিক আবুল কালাম আজাদ জানালেন সিসিটিভির বহুমাত্রিক সুবিধার কথা। তার মতে, কেউ কোনো মালামাল নিয়ে যাচ্ছে কিনা সেটা যেমন দেখা যায়, অন্যদিকে তিনি দোকানে না থাকলেও কর্মচারীরা ঠিকমতো কাজ করছে কিনা বা চুরি করছে কিনা সেটাও তিনি বাসায় বসে দেখতে পারেন।
মার্কেটের নিরাপত্তায় সিসিটিভি
রাজধানী ঢাকার প্রায় সব মার্কেটেই আছে সিসিটিভি। নিরাপত্তা প্রহরীদের পাশাপাশি সিসিটিভিও থাকলে নিরাপত্তার নিশ্চয়তা বাড়ে। ওয়াইফাই সংযোগ করা এই সিসিটিভিগুলোর অ্যাপ প্রত্যেকটি দোকানের মালিককে দেওয়া থাকে। ফলে ওই মার্কেটের দোকানদাররা বাসায় বসেও মার্কেটের নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে পারেন। পাশাপাশি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ তো আছেই। ছবিটি আগারগাঁওয়ের কম্পিউটার সিটি থেকে তোলা।
ক্লাবের নিরাপত্তায়ও সিসিটিভি
পাড়া মহল্লার ক্লাবেও নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে সিসিটিভি। ক্লাবের মাঠে কারা আসছে, কারা যাচ্ছে সবকিছু দূরে বসেও মনিটরিং করতে পারছেন দায়িত্বশীলরা। রাজধানীর কল্যাণপুরে রয়েছে অনুশীল সংসদ। প্রতিদিন বিকেলে শিশুরা এই ক্লাবের মাঠে খেলাধূলা করতে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেলে যেহেতু বাচ্চারা এখানে আসে, ফলে সিসিটিভি তাদের সচল রাখতেই হয়। ছবিটি কল্যাণপুরের অনুশীলন সংসদ থেকে তোলা।
দোকানের নিরাপত্তায় সিসিটিভি
মিরপুর-১০ নম্বরে এক ফার্নিচারের দোকানের সামনে ও ভেতরে দেখা গেল সিটিটিভি। দোকানের কর্মচারী মনিরুল ইসলাম বললেন, ‘‘অনেক সময় মালিক দোকানে থাকেন না। কাস্টমারদের সঙ্গে আমাদের ব্যবহারের বিষয়টি তিনি সিসিটিভি দিয়ে মনিটরিং করেন। পাশাপাশি নিরাপত্তার বিষয় তো আছেই। বাইরের সিসিটিভিটি লাগানো মূলত রাতে যখন আমরা থাকি না, তখনকার নিরাপত্তার জন্য। মালিক বাসায় থেকেও এটা মনিটরিং করেন।’’
নানা ধরনের সিসিটিভি
এই ছবিটিতে যে সিসিটিভিগুলো দেখা যাচ্ছে দেশে এগুলোই বেশি চলছে। সাধারণ এই সিসিটিভিতেও ৩০এফপিএস কোয়ালিটির ছবি পাওয়া যায়। ১৫ থেকে ২০ হাজার টাকা মূল্যে এমন ৪টি সিসিটিভির সেট পাওয়া যায়। কেউ স্টোরেজ বেশি নিলে দাম একটু বেশি পড়ে। কিন্তু সেখানে ফুটেজ কোয়ালিটি ভালো থাকে বলে জানিয়েছেন বিক্রেতারা। এখন সাধারণ সিসিটিভিতে এসডি কোয়ালিটির ফুটেজ পাওয়া যায়।
বাড়ির নিরাপত্তায় সিসিটিভি
ঢাকা শহরে সব ধরনের বাড়িতে এখন লাগানো হচ্ছে সিসিটিভি। চুরি হলে চোরের সন্ধান দিতে সিসিটিভির জুড়ি নেই। তবে অধিকাংশ বাড়িতে সিসিটিভি থাকলেও কম জায়গায় বেশি দিনের স্টোরেজ রাখার কারণে ফুটেজ কোয়ালিটির রেজোলিউশন কমিয়ে রাখে। ফলে অনেক ক্ষেত্রে ফুটেজে চোরের ছবি দেখা গেলেও চেহারা ঠিকমতো চেনা যায় না। দোকানিরা বলছেন, স্টোরেজ বেশি নিয়ে রেজোলিউশন বাড়িয়ে রাখতে হবে। তাহলেই চেহারা স্পষ্ট দেখা যাবে।
গাছেও সিসিটিভি
বিদ্যুতের সংযোগ দিয়ে এখন ঢাকা শহরের গাছেও দেখা মিলছে সিসিটিভি। ছবিটি কল্যাণপুরের গার্লস স্কুল ও কলেজের প্রধান ফটকের সামনে থেকে তোলা।
‘জনগণের সহায়তায় আমরা পুরো ঢাকা শহরকে সিসিটিভির মধ্যে আনার চেষ্টা করছি’
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘‘গুলশান বনানী বারিধারা এলাকায় বেসরকারি উদ্যোগে যেসব সিসিটিভি লাগানো হয়েছে, সেগুলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এভাবে সবাই যদি একটি করে কানেকশন আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দেয়া হয়, তাহলে রাজধানীর ৮০ভাগ এলাকা আমাদের নেটওয়ার্কে চলে আসবে। জনগণের সহায়তায় আমরা ঢাকাকে সিসিটিভির মধ্যে আনার চেষ্টা করছি।’’
বাহারি সব সিসিটিভি
আগারগাঁওয়ের কম্পিউটার সিটিতে পাওয়া যায় বাহারি সব সিসিটিভি। সেখানকার একটি দোকানের বিক্রয়কর্মী মো. তপু শেখ দাবি করলেন, ঢাকা শহরের মধ্যে উন্নতমানের সিসিটিভি কিনতে হবে কম্পিউটার সিটিতে হবে। সারাদেশে তারা সিসিটিভি সরবরাহ করেন। রাতের বেলায়ও রঙিন ছবি ধারণ করে এমন সব সিসিটিভিও রয়েছে তাদের কাছে।