তাণ্ডব সৃষ্টিকারী হাতি ক্যাম্বোডিয়ার চিড়িখানায় স্থানান্তরিত
২৭ ডিসেম্বর ২০১০সাম্বো নামের হাতিটি এ মাসে তার মালিককে হত্যা করে এবং পরে পালিয়ে যায়৷ এবং তাণ্ডব চালাতে থাকে৷ খেতের ফসলাদি নষ্ট করে এই হাতি এবং গ্রামের বাসিন্দাদের হয়রানি করতে থাকে৷ বাসিন্দারা লাঠিসোঁটা, ছুরি ও পটকা নিয়ে তাকে বাধা দেয়৷ ক্যাম্বোডিয়ার বন প্রশাসনের কর্মকর্তারা শেষ পর্যন্ত সাম্বোকে ওষুধ দিয়ে নিস্তেজ করেন৷ তারপর তাকে ধরে রাজধানী নমপেনের কাছাকাছি নম তামাও চিড়িখানায় স্থানান্তর করেন৷ নম পেন পোস্ট সংবাদপত্রে এই খবরটি পরিবেশিত হয়েছে৷
কর্মকর্তা জ্যাক হাইউড, যিনি হাতিটিকে ধরতে সাহায্য করেন, বলেন, সাম্বোকে চিড়িখানায় বয়ে নিয়ে যাওয়ার কাজটা সহজ ছিল না৷ কেননা এটা এক বড় আকারের স্থানীয় ঘটনার রূপ নেয়৷ স্থানীয় বাসিন্দাদের কৌতূহল দমন করতে বেগ পেতে হয়৷ হাইউড বলেন, অনেকেই হাতিটিকে ছুঁতে চায়, পিঠে উঠতে চায়৷ তার ওপর ছিল মাতাল কিছু মানুষের চাপ৷ তারা সাম্বোকে বাড়িতে নিয়ে যাবেই৷ এদের মোকাবেলা করা সত্যিই কঠিন ছিল৷
পাকড়াও করার সময় হাতিটির ওজন ছিল আনুমানিক পাঁচ টন৷ তার মারমুখো ভাব কমাতে খেতে দেয়া হয় নি সাম্বোকে৷ ফলে তার ওজন কমে যায় পাঁচশ কিলোগ্রামেরও বেশি৷
সাম্বো ধ্বংসকাণ্ড চালানো সত্ত্বেও কিছু মানুষ হাতিটিকে চিড়িখানায় পোরার জন্য দুঃখ প্রকাশ করেছে৷ তাদের খেদোক্তি: এই হাতি চলে যাওয়ার পর এখন আমরা দেখবোটা কী? শুধু ধান আর গরু?
প্রতিবেদন: আবদুস সাত্তার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক