দেশে দেশে আর্জেন্টিনার জয় উদযাপন
৩৬ বছর পর রোববার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা৷ এরপর আর্জেন্টিনা ছাড়াও বিভিন্ন দেশে সেই জয় উদযাপন করেছেন সমর্থকরা৷
আর্জেন্টিনা
বুয়েনস আইরেসে সমবেত সমর্থকরা৷ ডয়চে ভেলের প্রতিনিধি নিকোল রিস জানান, জয় নিশ্চিত হওয়ার পর বুয়েনস আইরেসে ‘আবেগের ভূমিকম্প’ হয়েছিল৷
ফ্রান্স
দক্ষিণ-পশ্চিমের বর্দু শহরে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস৷
ভারত
কলকাতায় সমর্থকদের আর্জেন্টিনার জয় উদযাপন৷
ফিলিস্তিন
গাজায় সমর্থকদের উল্লাস৷
ইটালি
নেপোলিতে ম্যারাডোনার ম্যুরালের কাছে উৎসব৷
যুক্তরাষ্ট্র
ফ্লরিডার মায়ামি বিচে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকরা৷
বাংলাদেশ
ঢাকায় আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস৷
স্পেন
মাদ্রিদে আর্জেন্টিনার বিজয় উদযাপন৷
ইন্দোনেশিয়া
ট্যারনাটে দ্বীপে উৎসবে মেতে উঠেছেন সমর্থকরা৷
9 ছবি
1 | 99 ছবি