দেয়াল যখন স্কুলের ‘ব্ল্যাকবোর্ড’
শুরুটা হয়েছিল শোক আর সমবেদনা প্রকাশের মাধ্যমে৷ এখন ব্রাসেলসের স্টক এক্সচেঞ্জ ভবনটি দেখলে মনে হবে যেন ‘স্কুলের ব্ল্যাকবোর্ড’৷ ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নানা কথা লেখা হয়েছে সেখানে৷
সোজা কথা
ব্রাসেলস স্টক এক্সচেঞ্জ ভবনের দেয়ালে শোভা পাচ্ছে হাজার হাজার বার্তা৷ কেউ লিখছেন কবিতা, কেউ গান, কেউ বা ভালোবাসার কথা৷ ব্রাসেলসে গত সপ্তাহে সন্ত্রাসী হামলার পর শোক প্রকাশের এক মাধ্যম হয়ে ওঠে এই দেয়াল৷ কেউ একজন সেখানে লিখেছেন,‘‘ইসলামিক স্টেট জাহান্নামে যাও৷’’
মুক্ত ফোরাম
স্টক এক্সচেঞ্জ ভবনের সামনের অংশে, যেটি বোর্সে নামে পরিচিত, শোভা পাচ্ছে ফিলিস্তিনসহ পৃথিবীর সবদেশের পতাকা৷ এমনকি একটি বড় ব্যানারে লেখা আছে কুর্দিস্তান৷ সেসবের মাঝেই একজন লিখেছেন, ‘‘শান্তি গড়ুন, যুদ্ধ নয়....সবখানে৷’’
পাখা এবং একটি প্রার্থনা
কেউ কেউ শোক এবং সমবেদনা জানাতে বেছে নিয়েছেন স্টক এক্সচেঞ্জের দেয়াল৷ কাগজের তৈরি ছোট ছোট প্রজাপতির পাখায় লেখা ইতিবাচক বার্তা অনেকের মনোযোগ কেড়েছে৷
সরকারকে দোষারোপ
কেউ কেউ সরকারকে দোষারোপ করতেও ছাড়েননি৷ ছবির উপরের বাম দিকের কাগজের টুকরোয় লেখা আছে, ‘‘ভুলে গেলে চলবে না, আমাদের সরকার সন্ত্রাসীদের সমর্থন করেছিল৷ ইসলামিক স্টেট এবং অন্যদের, তারা অস্ত্র দিয়েছে৷’’
শুধু ব্রাসেলস হামলা নিয়ে নয়
ব্রাসেলস স্টক এক্সচেঞ্জ ভবনে শুধু যে ব্রাসেলস হামলার পর লেখালেখি হচ্ছে এমন নয়৷ কেউ কেউ পুঁজিবাদ বিরোধী বক্তব্য লিখেছেন সেখানে৷
‘হামলা বন্ধ কর’
একটি সাবওয়ে স্টেশনের সামনের ভবনে সাটা রয়েছে এই ড্রয়িংটি৷ যিনি একেছেন তার কথা হচ্ছে, সকল ধরনের হামলা বন্ধ করতে হবে৷ ব্রাসেলসে শান্তিতে বিশ্বাসী মানুষরা এভাবে জানিয়েছেন তাদের মনের কথা৷