1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের স্বাবলম্বী করছেন ভাস্বতী

২ ডিসেম্বর ২০১৯

গোবরডাঙ্গার ড. প্রমথনাথ বসু মেমোরিয়াল রিসোর্স সেন্টার-এর অন্তর্ভুক্ত বর্ণালী সেলফ হেল্প গ্রুপ, ভাস্বতী দেবীর তত্বাবধানে তৈরি করছে নানা রকমের মশলা, ডাল, আটা, ঘি, বড়ি এবং আরো অনেক কিছু৷ কাজে যুক্ত আছেন উত্তরবঙ্গের চা বাগানের মহিলা কর্মী এবং গরিব কৃষক পরিবারের মহিলারা৷ অন্তত ৫০ টি পরিবার এসব বিক্রি লব্ধ আয়ে সংসার প্রতিপালন করছেন৷ এঁদের তৈরি সবজি এবং শস্য অর্গানিক সার দিয়ে তৈরি৷

https://p.dw.com/p/3U5qg