নয় মাস মেয়াদ বাড়লো অ্যাকর্ডের
১৯ মে ২০১৯বর্ধিত এ সময়ে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ'র সাথে যৌথভাবে কাজ করবে সংস্থাটি৷ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন৷
আদেশে আরো বলা হয়, বর্ধিত এ সময়ে অ্যাকর্ডকে বিজিএমইএ'র সাথে স্বাক্ষরিত সমঝোতা স্বারক (এমওইউ) অনুযায়ী কাজ করে দায়িত্ব হস্তান্তর করতে হবে৷ আর অ্যাকর্ডে বিজিএমইএ'র একটি সেল গঠন করতে হবে৷ তারা যৌথভাবে কারখানা পরিদর্শন করবে৷
২০১৩ সালের ১৪ এপ্রিল সাভারে রানাপ্লাজা ধসে পোশাক কারখানার ১১শ'র অধিক শ্রমিক নিহত হওয়ার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও কর্ম পরিবেশের বিষয়টি প্রশ্নের মুখে পড়ে৷ সে প্রক্ষিতে বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিদের নিরাপত্তা ও কাজের পরিবেশের উন্নয়নে ইউরোপীয় ক্রেতারা অ্যাকর্ড ও অ্যামেরিকার ক্রেতারা অ্যালায়েন্স নামে দু'টি আলাদা জোট গঠন করে৷ ইউরোপের ২০টি দেশের ২০০ ক্রেতার জোট হলো অ্যাকর্ড৷
২০২১ সালের ৩ মে'র মধ্যে বাংলাদেশের ১,৭০০টি পোশাক কারখানার নিরাপত্তা এবং কাজের পরিবেশের উন্নয়নে কাজ করার কথা অ্যাকর্ডের৷ কিন্তু ৭৪৫ টি কারখানাকে তাদের রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেলের (আরসিসি) আওতায় আনার পর কার্যক্রম বাধাগ্রস্ত হয় সংস্থাটির৷ চুক্তি ভঙ্গের অভিযোগে অ্যাকর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করে স্মার্ট জিন্স নামে চট্টগ্রামের একটি পোশাক কারখানা৷ স্মার্ট জিন্স-এর অভিযোগ ছিল, অ্যাকর্ড চুক্তির শর্ত ভঙ্গ করেছে৷ চুক্তি অনুযায়ী, যেসকল কারখানা অ্যামেরিকান ক্রেতাজোটের অ্যালায়েন্সের পরিদর্শনের আওতায় আসবে সেসকল কারখানা অ্যাকর্ড পরিদর্শন করবে না৷
এদিকে মামলা দায়েরের পর হাইকোর্ট ৬ মাসের সময় দিয়ে গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে অ্যাকর্ডকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়৷ তবে এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাকর্ড-এর পক্ষ থেকে আপিল করা হয়৷ আপিলের জবাবে আদালত প্রথমে এক মাস এবং পরে শুনানির তারিখ অনুযায়ী বাংলাদেশে তাদের কাজ চালিয়ে যেতে বলেন৷
গত ৮ এপ্রিল এ বিষয়ে পুর্ণাঙ্গ আদেশ দেয়ার কথা ছিল আদালতের৷ কিন্তু শুনানি সম্পন্ন না হওয়ায় ১৯মে আদেশের দিন ধার্য করে আদালত৷ আর ১৯মে দেয়া এ আদেশে আদালত ইউরোপীয় ক্রেতাদের এ সংস্থাটিকে আরো ২৮১ দিন অর্থাৎ নয় মাস বাংলাদেশের পোশাক কারখানার শ্রম পরিবেশের উন্নয়নে কাজ করার অনুমতি প্রদান করেন৷
আদালতের এ আদেশের বিষয়ে বিজিএমইএ'র আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, রায়ে আদালত অ্যাকর্ড-এর কাজ করার ক্ষেত্রে নতুন কোনো শর্ত আরোপ করেননি৷ এ বিষয়ে মামলা চলাকালে বিজিএমইএ'র সাথে অ্যাকর্ড-এর একটি এমওইউ স্বাক্ষর হয়েছে৷ আর সেটা মেনেই অ্যাকর্ডকে কাজ করে যেতে বলেছেন আদালত৷ তবে ২৮১ দিনের মধ্যে কাজ শেষ করে দায়িত্ব বিজিএমইএ'র কাছে হস্তান্তর করার আদেশ দিয়েছে আদালত, জানান তিনি৷
এদিকে অ্যাকর্ডের আইনজীবী ব্যারিস্টার ওমর এইচ খান ডয়চে ভেলেকে বলেন যে, এ মাসেই বিজিএমইএ এবং অ্যাকর্ড দীর্ঘ আলাপ-আলোচনা করে একটি সমঝোতা স্বারক তৈরি করেছে৷ ‘‘আমরা কি পদ্ধতিতে কাজ করব, আমাদের চলে যাওয়ার পর কি হবে, কার কাছে দায়িত্ব হস্তান্তর করবো এই বিষয়গুলো এমওইউতে আছে,'' বলেন তিনি৷
তিনি বলেন, ‘‘এ সময়ের মধ্যে বিজিএমইএ একটি প্যানেল গঠন করবে৷ তারাও অ্যাকর্ডের সঙ্গে কাজ করবে এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন যেন আমরা চলে যাওয়ার পর তারা এটা চালিয়ে নিতে পারেন৷''
অ্যাকর্ডের এ আইনজীবি আরো বলেন, তারা চলে যাওয়ার পর যেন কোন শুন্যতা তৈরি না হয় সে বিষয়টির দিকে নজর রেখেই কারখানার মালিকদের সংগঠনের সাথে বড় পরিসরে সমঝোতাটি হয়েছে৷ তবে এ বিষয়ে আরো বিস্তারিত কাজ কববেন বলে জানান তিনি৷
তিনি জানান, ‘‘বিজিএমইএ এবং অ্যাকর্ড মিলে একটা সেল গঠন করবে যারা যৌথভাবে কাজ করবেন৷ আর অ্যাকর্ড যাওয়ার সময় এই সেলের কাছেই দায়িত্ব হস্তান্তর করবে৷''
এদিকে সুপ্রিমকোর্টের এই আদেশের পর এক বিবৃতিতে বিজিএমইএ অ্যাকর্ডের ২৮১ দিন কাজ করার ক্ষেত্রে ৪টি শর্তের কথা জানিয়েছে৷
শর্তগুলো হলো:
১. বিজিএমইএ ইউনিটের সঙ্গে সমঝোতা চুক্তি ছাড়া অ্যাকর্ড এককভাবে কারখানা বন্ধ করে দেওয়া বা কোনো কঠিন ব্যবস্থা নিতে পারবে না৷
২. কোনো একটি কারখানার ব্যর্থতার জন্য সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না৷
৩. নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে একাধিক পরিদর্শক সংস্থা কোনো কারখানা দ্বিতীয়বার পরিদর্শন করবে না৷
৪. বিজিএমইএ ইউনিট এবং অ্যাকর্ডের মধ্যে কোনো বিরোধের ক্ষেত্রে চূড়ান্ত নিষ্পত্তির জন্য বিষযটি আরসিসি-তে তোলা হবে৷
বিবৃতিতে বিজিএমইএ আরো জানায়, স্বাধীনভাবে পোশাক খাতের কমপ্ল্যায়েন্স মনিটরিং-এর জন্য তারা আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছে৷ পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, পোশাক ক্রেতা ও এ শিল্পে নিয়োজিত কর্মীদের প্রতিনিধিরা মিলে এটি পরিচালনা করবেন৷ এক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টেকনিক্যাল সাব-কমিটিও গঠন করা হবে বলে জানায় বিজিএমইএ৷ বুয়েট থেকে বিশেষজ্ঞকেও এ কাউন্সিলে যুক্ত করা হবে৷ এ বিষয়ক কাজের অগ্রগতির আরসিসি-কে নিয়মিতভাবে অবহিত করা হবে৷ সগঠনটি আরো জানায়, অ্যাকর্ডের ঢাকা অফিসে যত দ্রুত সম্ভব ‘বিজিএমইএ ইউনিট' নামের একটি অপারেটিং ইউনিট প্রতিষ্ঠা করবে তারা৷