1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পদ্মশ্রী’ হয়ে গেলেন কাজল, ইরফান, টাবু

২৬ জানুয়ারি ২০১১

এ বছর ‘পদ্মশ্রী’ পুরস্কার পাবেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন, বহুমুখী প্রতিভাময়ী অভিনেত্রী টাবু এবং অভিনেতা ইরফান খান৷ চলচ্চিত্র জগৎ থেকে ২০১১ সালের চতুর্থ বৃহত্তম অসামরিক এই পুরস্কার জিতে নিলেন বলিউডের এই তিন তারকা৷

https://p.dw.com/p/104G6
Kajol Devgan
‘পদ্মশ্রী’ পুরস্কার পেতে চলেছেন বলিউড অভিনেত্রী কাজল দেবগনছবি: AP

শিল্প, সাহিত্য, চিকিৎসা, বিজ্ঞান, খেলাধুলা, সামাজিক কর্মকান্ড ইত্যাদি বিষয়ে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিবছর ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার৷ এ বছর সেই পুরষ্কারের তালিকায় ভারতের নামজাদা অভিনেত্রী অভিনেতাদের নাম রয়েছে৷

প্রবীণ অভিনেত্রী তনুজা এবং প্রয়াত বাংলা চলচ্চিত্র নির্মাতা সমু মুখার্জির কন্যা কাজল৷ ১৯৯২ সালে মাত্র সতেরো বছর বয়সে ‘বেখুদি' ছবির মধ্য দিয়ে যার আত্নপ্রকাশ ঘটে৷ পঁয়ত্রিশ বছর বয়সি এই অভিনেত্রী সবার নজর কাড়েন তাঁর দ্বিতীয় ছবি বাজিগর এ৷ যেখানে প্রথমবারের মতো তাঁকে পর্দায় দেখা যায় শাহরুখ খানের সঙ্গে৷ এবং এই ছবির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কাজলকে৷ একটার পর একটা ছবি হিট হতে থাকে কাজলের৷ করণ অর্জুন, দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম এবং শাহরুখের সঙ্গে সাম্প্রতিকতম ছবি মাই নেম ইজ খান কাজলকে নিয়ে আসে জনপ্রিয়তার শীর্ষে৷ বলিউড অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করে কাজল এখন দুই সন্তানের জননী৷

Tabu
‘বিজয়পথ' এবং ‘চাঁদনি বার' এর মতো ছবি টাবুকে সাফল্য এনে দেয়ছবি: AP
irfan khan
‘পদ্মশ্রী' খেতাব পাবেন ইরফান খানওছবি: AP

অন্যদিকে হিন্দি চলচ্চিত্র শিল্পের অন্যতম একজন অভিনেত্রী টাবু৷ বানিজ্যিক ছবি ‘বিজয়পথ' এবং ‘চাঁদনি বার' এর মতো ছবি টাবুকে সাফল্য এনে দেয়৷ ‘পদ্মশ্রী' খেতাব পেলেন ইরফান খানও৷ ‘সালাম বম্বে', ‘মকবুল' এবং ‘লাইফ ইন এ মেট্রো'র মতো ছবিগুলোতে গতানুগতিক অভিনয়ের বাইরে অভিনয় করে চলচ্চিত্র জগতে নিজের অবস্থা পাকাপোক্ত করে নিয়েছেন এই অভিনেতা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়