1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্যটনই বিশ্ব শান্তির সোপান

১০ মার্চ ২০১১

বার্লিনে চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা৷ ১৮৮ দেশ এবার অংশ নিচ্ছে৷ এমনকি লিবিয়া, মিশর, টিউনিশিয়াও৷ এবছর পার্টনার কান্ট্রি পোল্যান্ড৷

https://p.dw.com/p/10WmZ
পর্যটন বিশ্বশান্তির সোপান তৈরির সহায়কছবি: AP

প্রতিযোগিতা ছাড়া ব্যবসা হয় না৷ এমনই প্রতিযোগিতা, যে, কে কত ঢাকঢোল পেটাতে পারে, কে কত সুযোগসুবিধা দিতে পারে, আকর্ষণীয় করতে পারে শিল্পকে৷ এই ব্যবসার নাম পর্যটন৷ পৃথিবীজুড়ে পর্যটন-বাণিজ্য আজ রমরমা৷

যাতায়াত, থাকাখাওয়ার খরচ আগের তুলনায় বেশি, জিনিসপত্রের দামও বৃদ্ধি পেয়েছে, আবহাওয়া ওলটপালট, আর্থিক মন্দা সত্ত্বেও গত বছর সাড়ে তিন'শ বিলিয়ন ইউরো পর্যটন ব্যবসা হয়েছে গোটা বিশ্বে৷

অনেক দেশই পর্যটনশিল্পের উপরে নির্ভরশীল৷ প্রাকৃতিক, রাজনৈতিক ঝুটঝামেলা হলে দেশের অর্থনীতির মারাত্মক বিপর্যয়, নানাশ্রেণীর ব্যবসা প্রতিষ্ঠানও বিপুল ক্ষতিগ্রস্ত৷ এরপরেও পর্যটন আকর্ষণের জন্যে প্রচারণার খামতি নেই৷ যেমন দেখা যাচ্ছে ৪৫তম বার্লিন আন্তর্জাতিক পর্যটন মেলায়৷ টিউনিশিয়া, মিশর এমন কী লিবিয়াও অংশ নিয়েছে৷ টিউনিশিয়া, মিশরের প্যাভিলিয়নে এথনিক কালচারের জমজমাট অনুষ্ঠানমালা ছাড়াও বিজ্ঞাপন প্রচারিত করছে বিপ্লব এবং বিপ্লবোত্তর চালচিত্র৷ এও পর্যটকদের জন্য এক চমক৷

Botswana: Elefanten im Chobe-Nationalpark
বতসোয়ানার জাতীয় উদ্যানছবি: picture alliance/dpa

গতকাল থেকে শুরু হয়েছে পর্যটন মেলা৷ পোশাকি নাম আই টি বি৷ ১৮৮ দেশ অংশ নিয়েছে মেলায়৷ ভারত, ভুটান, মিয়ানমার, আফগানিস্তানও আছে৷ নেই বাংলাদেশ৷ মেলায় যোগ দিলে নোবেল পুরস্কার পাওয়ার আশা নেই৷ গলাবাজি করার চ্যালা চামুন্ডার আস্ফালন করার সুযোগ কোথায়৷

এবারের পর্যটন মেলায় পোল্যান্ড পার্টনার কান্ট্রি তথা সহযোগী দেশ৷ বিশেষ অতিথি প্রাক্তন শ্রমিক নেতা, অতঃপর প্রেসিডেন্ট এবং ১৯৮৩ সালে শান্তির জন্যে নোবেল পুরস্কার বিজয়ী লেখ্ ভালেন্সা৷ মেলা উদ্বোধন করেন জার্মানির কারিগরী ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী রাইনার ব্রুডারলে এবং পোলিশ ক্রীড়া ও পর্যটনমন্ত্রী অ্যাডাম গিয়েরৎস৷ দুই মন্ত্রীর মূল কথা, পর্যটন বিশ্বশান্তির সোপান তৈরির সহায়ক৷ বিশ্বসংস্কৃতির মেলবন্ধনে জরুরি৷

উল্লেখ্য, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির দায়ভার পোল্যান্ডের৷ আগামী বছর (২০১২) ইউরো কাপ ফুটবলও খেলা হবে পোল্যান্ডে৷

প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: সঞ্জীব বর্মন