পর্যটন সম্পর্কে ১০টি প্রচলিত ভুল ধারণা
ইউরোপের পর্যটকদের কিছু কিছু ভুল ধারণা আছে, যেগুলো তারা ধ্রুবসত্য বলে মনে করেন৷ যেমন সোলারিয়ামে গেলে সানবার্ন হয় না; কিংবা বিমানের পিছন দিকের সিটগুলো নিরাপদ৷ কিন্তু এই সব কিংবদন্তির কী এবং কতটা সত্যি?
লাস্ট মিনিট সবসময়েই সস্তা
লাস্ট মিনিট বলতে শেষ মুহূর্তের অফারকে বোঝায়: ফ্লাইট আর হোটেল সুদ্ধু এত দিনের জন্য এত ইউরো – আহা কী সস্তা! জার্মানির যে কোনো এয়ারপোর্টে গেলে এ ধরনের লাস্ট মিনিট অফার ঝুলতে দেখা যায়৷ কিন্তু বাস্তবিক টুর অপারেটরদের হাতে কোনো ঝড়তি-পড়তি বা বাড়তি হোটেলের ঘর থাকে না – এক যদি না তাদের হিসেবে ভুল হয়ে গিয়ে থাকে৷ সব মিলিয়ে তিন থেকে আট সপ্তাহ আগে বুক করাই ভালো৷
সোলারিয়ামে গিয়ে ট্যান করিয়ে নিলে সানবার্ন হয় না
সোলারিয়ামে ত্বক কালো হয় দীর্ঘতরঙ্গ অতিবেগুনি আলোর প্রভাবে৷ কিন্তু সমুদ্রসৈকতে সূর্যস্নান করার সময় যে অতিবেগুনি রশ্মি ত্বকের উপর পড়ে, তা হ্রস্বতরঙ্গ, যা থেকে সানবার্ন বা ক্যানসার হয়৷ কাজেই সানস্ক্রিন ছাড়া এখানে গত্যন্তর নেই৷
প্লেনের পিছন দিকের সিটগুলো নিরাপদ
অথচ সেটা প্রমাণ করার মতো কোনো পরিসংখ্যান নেই বা থাকাও সম্ভব নয়৷ বিমান দুর্ঘটনার সংখ্যা অত্যন্ত কম এবং অধিকাংশ ক্ষেত্রে ধ্বংসাবশেষের সরেজমিন তদন্ত করার কোনো উপায় থাকে না৷
সেলফোনের ফলে বিমানের নিরাপত্তা বিঘ্নিত হয়
টেক-অফের আগে মোবাইল ফোন সুইচ অফ করতে বলা হয় বটে, কিন্তু কেউ সেটা ভুলে গেলেই যে বিমান সঙ্গে সঙ্গে ক্র্যাশ করবে, এমন নয়৷ যাত্রীদের সেলফোন সারাক্ষণ সিগনালের খোঁজ করার ফলে পাইলটরা কানে একটা ভোঁ ভোঁ আওয়াজ শোনেন, যা বিরক্তিকর৷
অক্সিজেনের মুখোশ থেকে নেশা হয়
ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা নাকি আসল কথাটা বলেন না: অক্সিজেন পেলে নাকি যাত্রীদের নেশা হয়, তাই তারা দুর্ঘটনার সময় আতঙ্কিত হন না! ডাহা মিথ্যে৷ আসলে কেবিন প্রেসার পড়ে গেলে যাত্রীরা বিভ্রান্ত বা অজ্ঞান হয়ে যেতে পারেন, তাই তাদের অক্সিজেন দেওয়া হয়৷
ঘুমের অভাবে জেট ল্যাগ হয়
না, জেট ল্যাগ হয় শরীরের ‘সার্কেডিয়ান রিদম’ বা ২৪ ঘণ্টা আবর্তের অভ্যাসগুলো ভঙ্গ বা ব্যাহত হওয়ার ফলে৷ যখন ঘুমনোর সময়, তখন ঘুমোতে না পারা শরীরের পক্ষে এক ধরনের শক৷ শরীরের ‘বায়োলজিক্যাল ক্লক’ বা জৈবিক ঘড়ি যতক্ষণ না স্থানীয় সময়ের সঙ্গে কাঁটা মিলিয়ে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত জেট ল্যাগ থাকে৷
হোটেলের ঘরভাড়া সবসময় এক থাকে
আদৌ না৷ মৌসুম – যেমন শীত না গ্রীষ্ম, স্কুলের ছুটির সময় নাকি স্কি খেলার সময়, এখন কোনো বড় প্রদর্শনী বা মেলা চলছে কিনা – সবচেয়ে বড় কথা, হোটেলের ঘরের চাহিদা কেমন, এ অনুযায়ী ঘরভাড়া বাড়তে কিংবা কমতে পারে৷
হোটেলে কোনো ১৩ নম্বর ঘর কিংবা তলা নেই
১৩ নম্বরটাকে ইউরোপে এতোই অপয়া মনে করা হয় যে, কিছু কিছু হোটেল সত্যিই ১৩ তলা কিংবা ১৩ নম্বর ঘরটা রাখে না – ১২-র পরেই চলে আসে ১৪৷ অনেক বিমানেও দেখবেন ১৩ নম্বর বলে কোনো সিটের রো নেই৷
বিশ্বে ভেনিসেই ব্রিজের সংখ্যা সবচেয়ে বেশি
ভেনিলে ৪০০-র বেশি ব্রিজ আছে বটে কিন্তু জার্মানির হামবুর্গ বন্দরনগরীতে কতোগুলো সেতু আছে জানেন? ২,৫০০!
ডেড সি-র পানি সবচেয়ে লবণাক্ত
ডেড সি বা মৃত সাগরের জলে ২৮ শতাংশ নুন আছে, তাই সেখানে জলের উপর শুয়ে বই পড়া যায়৷ কিন্তু হর্ন অফ আফ্রিকার জিবুতি শহরের আসাল হ্রদের পানিতে লবণের পরিমাণ ৩৪ শতাংশের বেশি৷ ওদিকে কুমেরুর ডন জুয়ান পন্ডের স্যালিনিটি ৪০ শতাংশের অনেক উপরে!
প্রতিবেদন: এলিজাবেথ ইয়র্ক ফন ভার্টেনবুর্গ/এসি
সম্পাদনা: দেবারতি গুহ