পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা
পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে ক্রিকেট দল পাঠাবে না ভারতীয় বোর্ড। পাকিস্তানের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আইসিসি।
ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই আইসিসি-কে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পুরুষদের ক্রিকেট দল পাঠানো হবে না। আইসিসি-কে জানিয়ে দেয়া হয়েছে, ভারত সরকার পাকিস্তানে ক্রিকেট দল না পাঠানোর পরামর্শ দিয়েছে। তাই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না।
কবে হবে এই প্রতিযোগিতা?
আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা। দীর্ঘদিন পর পাকিস্তানে এই ধরনের বড় ক্রিকেট প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের ফলে পাকিস্তানে এই প্রতিযোগিতা করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভারতের খেলা অন্য জায়গায় হবে?
ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারতীয় দলের খেলা অন্য দেশে হবে? চ্যাম্পিয়নস ট্রফিও কি হাইব্রিড মডেলে হবে? পাক ক্রিকেট বোর্ড(পিসিবি) জানিয়েছে, তারা আইসিসি-র কাছ থেকে ভারতীয় সিদ্ধান্তের কথা জেনেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বর্তমানে পরিকল্পনা হলো, ভারতের খেলা আমিরাতে করা হবে এবং ফাইনাল হবে দুবাইতে।
পাকিস্তান কী করবে?
পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) বিষয়টি নিয়ে মুখ খোলেনি। তবে পাকিস্তানের সংবাদপত্র ডন-এর রিপোর্ট বলছে, পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম তুলে নিতে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি হাইব্রিড মডেল খারিজ করে দিয়েছেন। সূত্র উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি থেকেই নাম প্রত্যাহার করে নিতে পারে।
পাকিস্তান সরকারের কাছে
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, আইসিসি তাদের বিসিসিআইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইসিসি-র ই-মেইল সরকারের কাছে ফরোয়ার্ড করে দিয়েছে পিসিবি। তারা এই বিষয়ে সরকারের পরামর্শ ও দিশানির্দেশ চায়। ফলে সরকার যে সিদ্ধান্ত নেবে, পিসিবি সেই অনুসারে চলবে।
কী হবে?
হাইব্রিড মডেল নিয়ে ভারতের কোনো অসুবিধা নেই বলে পিটিআই জানিয়েছে। তাদের বক্তব্য, ভারতের খেলাগুলি আমিরাত বা অন্য কোনো নিরপেক্ষ জায়গায় হোক, ফাইনাল পাকিস্তানের বদলে অন্যত্র হোক। তাহলে তাদের কোনো অসুবিধা নেই। এখন পাকিস্তান এই প্রস্তাব মানবে কিনা, তার উপর নির্ভর করছে, চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ কী হবে।