পার্থ-কাণ্ডে সরকারবিরোধী আন্দোলনে পথে বিরোধীরা
প্রতিদিনই কলকাতার রাস্তা দেখছে একের পর এক মিছিল। বুধবার তিনটি মিছিল করেছিল বামেরা। বৃহস্পতিবার ছিল বিজেপির মিছিল।
বিজেপির মিছিল
বৃহস্পতিবার মিছিল করে বিজেপি। বিরাট মিছিল কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত যায়। হাজার হাজার বিজেপি কর্মী যোগ দিয়েছিলেন মিছিলে।
গেরিলা মিছিল
বুধবার শহরের তিন প্রান্ত থেকে মিছিল করে গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছায় বাম রাজনৈতিক দলগুলির মিছিল। একটি মিছিল আসে হাওড়া থেকে, একটি পার্ক সার্কাস এবং একটি শিয়ালদহ থেকে।
মিছিলের মুখ
শাসকদল এবং পার্থের বিরুদ্ধে পোস্টার নিয়ে পথে নেমেছিলেন বামপন্থি নেতৃত্ব।
অধীরের নিন্দা
পার্থ-কাণ্ডের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কলকাতার রাস্তায় তারাও মিছিল করবেন বলে জানিয়েছেন।
মিছিলে পার্থ-অর্পিতা
পার্থ-অর্পিতাদের মুখোশ পরে মিছিলে যোগ দেন বিজেপি কর্মীরা। তাদের গায়ে লেখা 'চোর'।
বাদ নেই অন্যরাও
পার্থ, অর্পিতার পাশাপাশি মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরেও নেমেছিলেন বিজেপি কর্মীরা।
মিছিলে সুকান্ত
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যোগ দিয়েছেন মিছিলে। মিছিল শেষে বক্তৃতাও করেন তিনি।
শহরে জ্যামজট
মিছিলের জেরে চিত্তরঞ্জন অ্যাভেনিউয়ের মতো ব্যস্ত রাস্তাতেও গাড়ি আটকে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে নিত্য যাত্রীদের।
পুলিশের তৎপরতা
অন্যবারের মতো মিছিল আটকায়নি পুলিশ। তবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা খোলার ব্যবস্থা করেছে।
মিছিলে স্লোগান
মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও স্লোগান ওঠে। তার পদত্যাগ দাবি করা হয়েছে।
মন্ত্রী নন পার্থ
বৃহস্পতিবারই পার্থকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে দল থেকেও তাকে সাসপেন্ড করা হয়।