প্রধানমন্ত্রীকে চীনের কমিউনিস্ট পার্টির জন্মদিনের শুভেচ্ছা
২৭ সেপ্টেম্বর ২০২১বিজ্ঞাপন
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান শুভেচ্ছা বার্তার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন৷
শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন৷ মঙ্গলবার তাঁর ৭৫তম জন্মদিন৷ তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান৷
সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা এবং আওয়ামী লীগের প্রতিনিধি পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ৷ সেইসঙ্গে বার্তায় বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও এগিয়ে নিতে সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করা হয়৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)