1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রয়াত প্রণব মুখোপাধ্যায়

৩১ আগস্ট ২০২০

ভারতের সাবেক ও প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

https://p.dw.com/p/3hmw5
ছবি: picture-alliance/dpa

শেষ হয়ে গেল ভারতীয় রাজনীতির একটা অধ্যায়।  ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলে গেলেন।

২১ দিন ধরে সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তিনি বাড়ির বাথরুমে পড়ে গিয়েছিলেন। হাসপাতালে দেখা যায়, তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে আছে।  সঙ্গে সঙ্গে অপারেশন করা হয়। তাঁর করোনাও ধরা পড়ে। ফুসফুস আক্রান্ত হয়। অপারেশনের পরে তাঁকে ভেন্টিলেটারে রাখতে হয়। কিছুদিন পরে তিনি গভীর কোমায় চলে যান। রোববার রাত থেকে তাঁর শরীর আরো খারাপ হয়। সোমবার বিকেলে তিনি মারা যান। 

পশ্চিমবঙ্গে বীরভূমের গ্রাম কীর্ণাহার থেকে প্রণববাবুর দেশের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস ঘটনাবহুল এবং ভারতীয় গণতন্ত্রের শক্তির পরিচায়ক। সাধারণ ঘরের একজন মানুষ যে দেশের সর্বোচ্চ পদে  যেতে পারেন, প্রণববাবু তা প্রমাণ করেছিলেন। 

তাঁর রাজনীতির শুরু অবশ্য কংগ্রেস থেকে নয়। তাঁর বাবা কংগ্রেসের স্থানীয় নেতা হলেও প্রণববাবুর রাজনৈতিক জীবন শুরু অজয় মুখোপাধ্যায়ের বাংলা কংগ্রেস থেকে। বাংলা কংগ্রেসে থাকার সময়ই বামেদের সমর্থনে তিনি রাজ্যসভায় নির্বাচিত হন। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী। পরে অবশ্য বাংলা কংগ্রেস মিশে যায় ভারতের জাতীয় কংগ্রেসে। বাংলাদেশ যুদ্ধের সময় তাঁকে রীতিমতো প্রাধান্য দেন ইন্দিরা গান্ধী। পরে তিনিই হয়ে ওঠেন ইন্দিরার অন্যতম বিশ্বস্ত নেতা এবং মন্ত্রিসভায় দুই নম্বর মন্ত্রী।  তারপর রাজীব গান্ধীর আমলে তিনি প্রথমে মন্ত্রিসভা থেকে বাদ পড়েন। দল থেকেই বহিষ্কৃত হন। নতুন দল গড়েন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়েন। 

কিন্তু প্রণববাবু সেই অর্থে জননেতা ছিলেন না। তাঁর জনভিত্তি এমন ছিল না যে তিনি নিজের দলকে জিতিয়ে আনবেন। তাঁর নিজের দল ভোটে শোচনীয় ফল করে। রাজীবের সময়ই আবার তিনি কংগ্রেসে ফেরেন। নরসিমা রাওয়ের আমলে যোজনা কমিশনে ডেপুটি চেয়ারম্যান হন। সেখান থেকে আবার মন্ত্রী। ইউপিএ আমলে আবার দুই নম্বর স্থান ফিরে পান। সেখান থেকে রাষ্ট্রপতি ভবন। 

প্রণববাবুর বিশেষত্ত্ব ছিল তাঁর রাজনৈতিক কৌশল রচনা করার ক্ষমতা, সংবিধান ও রাজনীতি সম্পর্কে অসাধারণ জ্ঞান, যুক্তি দিয়ে ভাষণ দেয়ার ক্ষমতা এবং অসাধারণ স্মৃতিশক্তি ও রাজনৈতিক বুদ্ধি। যার জোরে তিনি বারবার মন্ত্রিসভায় ও কংগ্রেসের কেন্দ্রীয় রাজনীতিতে বড় ভূমিকা পালন করেছেন। তবে ২০০৪ সালে তিনি লোকসভায় জেতেন তাঁর নিজের জেলা বীরভূমের জঙ্গিপুর আসন থেকে। 

প্রণববাবু ছিলেন কপিবুক রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি থাকার সময় বারবার বলতেন, সংবিধানের বাইরে এক পাও তিনি ফেলবেন না। তাই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে কোনো বিতর্ক হয়নি। রাষ্ট্রপতি ভবনকে তিনি সাধারণ লোকের কাছে খুলে দিয়েছিলেন।  

এ হেন বর্ণময় ব্যক্তিত্বের জীবনাবসান হলো। 

জিএইচ/এসজি(এএনআই, পিটিআই)