ফ্রাঙ্ক রিবেরিকে ধরে রাখবে বায়ার্ন মিউনিখ
১২ মার্চ ২০০৯বিজ্ঞাপন
ফ্রান্স থেকে আসা তারকা ফুটবলার এবং দলের নির্ভরযোগ্য খেলোয়াড় রিবেরি দল ছেড়ে যাবার বিষয়ে কানাঘুষা শোনা যাচ্ছিলো গত বেশ কিছুদিন আগে থেকেই৷ এই পরিস্থিতিতে বেশ জোরের সঙ্গেই আজ বায়ার্ন মিউনিখ ক্লাবের চেয়ারম্যান কার্ল হাইনৎস রুমানিগে জানালেন, আমি রিবেরিকে যেতে দিচ্ছি না৷ চুক্তি মোতাবেক সে আমাদের সঙ্গেই থাকবে৷ সামনে আমাদের আরও বেশ বড় লড়াই৷ সব লড়াইয়ে সামনের সারিতে থাকবে রিবেরি৷ বেশ আত্মপ্রত্যয় শোনা গেল রুমানিগের কথায়৷
গত দুই মৌসুম ধরে রিবেরি রয়েছেন বায়ার্ন মিউনিখের সঙ্গে৷ এই মরশুম শুরু হওয়ার আগে রিবেরির এক কথার সূত্র ধরেই এত আলোচনা৷ তখন তিনি হালকা স্বরে বলেছিলেন, আমি হয়তো বায়ার্ন মিউনিখ ছেড়ে দিচ্ছে৷
কিন্তু ক্লাবের চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিলেন এই বলে যে, না রিবেরি চুক্তি অনুসারে ২০১১ সাল পর্যন্তই থাকছেন৷