বন্যার কবলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার
বন্যার কবলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার
মৃতের সংখ্যা বাড়ছে ভারতে
ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের কেরালা, কর্নাটক, গুজরাট, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্য৷ ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভয়াবহ বন্যার ফলে এ চারটি রাজ্যেই নিহতের সংখ্যা দু’শ’ ছাড়িয়েছে৷
বিপর্যস্ত জনজীবন
ভয়াবহ এ বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অচল হয়ে পড়েছে জনজীবন৷ গৃহপালিত পশুদের নিয়ে বিপাকেই আছেন বন্যা আক্রান্ত এলাকার লোকেরা৷ এ এলাকার যোগাযোগব্যবস্থাও ভেঙে পড়েছে৷
আক্রান্ত পাকিস্তান
করাচিসহ দেশটির উত্তরাঞ্চলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়৷ বন্যা আঘাত হেনেছে পাকিস্তান-শাসিত কাশ্মীরেও৷ চলতি সপ্তাহে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় করাচিতে জনজীবন স্থবির হয়ে পড়ে৷
পাকিস্তানে নিহত
চলতি বছরের বন্যায় দেশটির কাশ্মীর অঞ্চলে অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এদিকে করাচিতে চলতি সপ্তাহে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৭জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷
মিয়ানমারে নিহত অর্ধশতাধিক
বন্যার কবলে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চল৷ বেশ কয়েকটি অঞ্চলে ভূমি ধসের ঘটনাও ঘটেছে৷ বন্যার কারণে সৃষ্ট দুর্যোগে অন্তত ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷
চলছে উদ্ধার কাজ
বন্যা কবলিত জনগণকে সহযোগিতার কাজ করছে দেশটির সেনাবাহিনী৷ এ দুর্যোগের ফলে বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অবনতি ঘটে৷
বাংলাদেশে ১৫ জেলা বন্যাদুর্গত
চলতি বছরের বন্যায় বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্তত ১৫টি জেলার কয়েক লক্ষ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে৷ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গৃহপালিত পশুদের নিয়ে বিপাকে ছিল এ অঞ্চলের লোকেরা৷ তবে সর্বশেষ খবর অনুযায়ী, বেশ কয়েকটি জেলায় বন্যার পানি নামতে শুরু করেছে৷
নিহত শতাধিক
চলতি বছরের বন্যায় বাংলাদেশে এ পর্যন্ত শতাধিক নিহত হয়েছে বলে জানা গেছে৷ বেশিরভাগেরই মৃত্যুর কারণ পানিতে ডুবে যাওয়া বা সাপের কামড়৷ বন্যা দুর্গতদের অর্থনৈতিক ও খাদ্য সহযোগিতা দেয়া হচ্ছে৷
আরআর/এসিবি (এএফপি, ওয়াশিংটন পোস্ট, ইন্ডিয়া টুডে, এক্সপ্রেস ট্রিবিউন)