বস্তির মধ্যে হোস্টেল
অলিম্পিকের আগে সেজে উঠছে ব্রাজিলের রিও শহর৷ শহরের ‘ফাভেলা’ বা বস্তির মধ্যে এমন কিছু হোস্টেল রয়েছে, যেখানে বেশ সস্তায় দামি হোটেলের অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়৷
বস্তির মধ্যে হোস্টেল
অলিম্পিকের আগে সেজে উঠছে ব্রাজিলের রিও শহর৷ শহরের ‘ফাভেলা’ বা বস্তির মধ্যে এমন কিছু হোস্টেল রয়েছে, যেখানে বেশ সস্তায় দামি হোটেলের অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়৷
ভিন্ন স্বাদের ভ্রমণ
রিও শহরের বস্তির কথা শুনলে অনেকের মনেই ভয় জাগে৷ মাদক পাচারকারীরা সেখানকার পথেঘাটে খণ্ডযুদ্ধ চালাতেই ব্যস্ত৷ তবে এই চিত্র সম্পূর্ণ বাস্তব নয়৷ রিও শহরের প্রায় ১,০০০ ফাভেলার মধ্যে কয়েকটি পর্যটকদের আকর্ষণ করতে চাইছে৷
‘পুসাডা ফাভেলিনায় স্বাগতম’
পেরেইরা দা সিলভা নামের ফাভেলায় ‘পুসাডা ফাভেলিনা’ হোস্টেল চালাচ্ছেন সোলাঁজ ডোশ শান্টোশ৷ সমুদ্রের কাছেই টিলার উপর অবস্থিত এই হোস্টেল থেকে ব্রাজিলের বিখ্যাত রেনফরেস্টও বেশি দূর নয়৷ অথচ ঘরের ভাড়া মাত্র ৩০ ডলার৷ পাশেই পাঁচতারা হোটেলে ২৫০ ডলার গুনতে হয়৷
‘প্রত্যাশার তুলনায় ভালো’
ডোশ শান্টোশ হোটেলের ঘরগুলিরও দেখাশোনা করেন৷ তিনি বলেন, ফাভেলায় যে সব কাণ্ডকারখানা হয়, তার ফলে হোস্টেল চালানো বেশ কঠিন৷ পরিস্থিতি শান্ত রাখার কর্মসূচি সত্ত্বেও প্রায় রোজই গোলাগুলি চলে৷ এক ফরাসি অতিথি অবশ্য তাতে বিচলিত নন৷ প্রত্যাশার তুলনায় ভালো অভিজ্ঞতা তাঁর৷
মনোরম দৃশ্য
‘পুসাডা ফাভেলিনা’-র ছাদ থেকে বিনামূল্যে এমন দৃশ্য দেখা যায়৷ টিলার সামনেই শহর ও সমুদ্রের পাশাপাশি ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত পাহাড় শুগার লোফ মাউন্টেন৷ যানবাহন ও কান ঝালাপালা করা শব্দের বদলে শোনা যায় জঙ্গলের পাখির ডাক৷
‘আসল’ রিও চেনার সুযোগ
একের পর এক ফাভেলায় পর্যটকদের থাকার সুযোগ বাড়ছে৷ যেমন ভিডিগাল নামের বস্তিতে ‘মিরান্টে ডো আভরাও’ নামের হোস্টেলের এই সুইট বুক করলে ব্রাজিলের মানুষের প্রকৃত জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পেতে পারেন তাঁরা৷ উল্লেখ্য, রিও শহরের প্রায় এক পঞ্চমাংশ মানুষ এমন বস্তিতেই থাকেন৷
হিংসার বিরুদ্ধে পদক্ষেপ
ফাভেলাগুলি হিংসা ঝেড়ে ফেলে এগিয়ে যেতে চাইছে৷ বাইরের মানুষ এখানে এসে স্থানীয় মানুষের সঙ্গে মেলামেশা করছে৷ হোস্টেল মালিক সোলাঁজ ডোশ শান্টোশ মনে করেন, বাইরের মানুষ এখানে এসে অবাক হচ্ছেন৷ বলছেন, ‘যতটা খারাপ ভেবেছিলাম, ততটা নয়’৷
শহরের কোলাহলের বদলে শান্তি
সাম্বা নাচ ও সমুদ্রসৈকতের রমরমা পেছনে ফেলে শহর দেখতে চাইলে ফাভেলা হোস্টেল উপযুক্ত জায়গা হতে পারে৷ সোলাঁজ ডোশ শান্টোশ বলেন, এখানে বড় শান্তি৷ বিশেষ করে অলিম্পিকের হই-হট্টগোলের সময় এই অভিজ্ঞতা বেশ আরামদায়ক হতে পারে৷