1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

সামীউর রহমান
৭ অক্টোবর ২০২৩

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান৷

https://p.dw.com/p/4XEdy
ধর্মশালায় টাইগারদের অসাধারণ বোলিং নৈপুণ্যে বিধ্বস্ত আফগানিস্তানছবি: Arun Sankar/AFP via Getty Images

তিন উইকেট করে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ, আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ রান ৪৭ রান রহমানউল্লাহ গুরবাজের৷

‘নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে' সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরির ‘তখন সত্যি মানুষ ছিলাম' কবিতার বিখ্যাত দুটি লাইন৷ ক্যানাডার একটি হাসপাতালে দিন দুয়েক আগে মারা গেছেন কবি৷ বেঁচে থাকলে ধর্মশালায় সাকিব আল হাসানকে দেখলে হয়তো লিখতেন ‘আগুন ছিল তার দৃষ্টিতে৷'

Indien ICC Männer Cricket World Cup 2023 l Bangladesch vs Afghanistan l Ibrahim Zadran
ইব্রাহিম জাদরান আর গুরবাজ শুরুটা ভালো করলেও শেষ রক্ষা হয়নি আফগানদেরছবি: Arun Sankar/AFP via Getty Images

টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা তখন মনে হচ্ছিল ভুল৷ শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমানকে যে স্বাচ্ছ্যন্দেই খেলছিলেন আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান৷ বিশেষ করে গুরবাজ যেভাবে অষ্টম ওভারের প্রথম বলেই ডাউন দ্যা উইকেটে এসে সোজা ছক্কা মারলেন, তাতে ঠিকরে বের হচ্ছিল আত্মবিশ্বাস৷

পরের ওভারেই বোলিংয়ে সাকিব৷ দ্বিতীয় বলটা একটু ঝুলিয়ে দিয়েছিলেন আর তাতেই প্রলুব্ধ হয়ে সুইপ করতে গেলেন ইব্রাহিম জাদরান৷ ব্যাটে বলে ঠিকঠাক হয়নি, ক্যাচ উঠল আর ডিপ স্কয়ার লেগে, সেটা লুফে নিলেন তানজিদ তামিম৷

ওয়ান ডাউনে নামা রহমত শাহ রান করতে একটু সময় নিচ্ছিলেন, বলের সঙ্গে রানের তফাৎটা বাড়ছিল৷সাকিবের বলে সুইপ করতে গিয়ে তিনিও বল তুলে দিয়েছিলেন আকাশে, লিটন দাস ক্যাচ নিতে করেননি ভুল৷ ৪৭ রানে প্রথম উইকেটের পতন, এরপর ৮৩ রানে দ্বিতীয়টি৷ ছুটতে থাকা আফগানিস্তান আচমকা খেই হারিয়ে সেই যে উইকেট হারানো শুরু করল, প্রায় ১৩ ওভার খেলা বাকি থাকতেই ১৫৬ রানে অলআউট আফগানিস্তান৷

Indien ICC Männer Cricket World Cup 2023 l Bangladesch vs Afghanistan l Taskin Ahmed
বিশ্বকাপের মতো বড় আসরে নিজেকে মেলে ধরার চেষ্টায় বাংলাদেশি পেসার তাসকিনছবি: Arun Sankar/AFP via Getty Images

সাকিব শুরুর ছন্দটা ধরিয়ে দিয়েছেন, এরপর একই সুর ধরেছেন মিরাজও৷ মিডল অর্ডারটা ভেঙে দিয়েছেন মিরাজ, ৯ ওভারে ৩ মেডেন দিয়ে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট৷ তাসকিন আহমেদ ২০১৫ বিশ্বকাপের পর ফের বিশ্বকাপে খেলতে এসে নিয়েছেন মোহাম্মদ নবীর উইকেট৷ তার স্ট্যাম্প ভেঙে লুটোপুটি খেয়েছে তাসকিনের গতির তোপে৷ মোস্তাফিজও প্রতিশোধ নিয়েছেন গুরবাজকে হাফসেঞ্চুরি বঞ্চিত করে, ৪৭ রানে গুরবাজ ধরা খেয়েছেন মোস্তাফিজের স্লোয়ারে, তানজিদ তামিমের হাতে৷

মধ্যাহ্ন বিরতির প্রায় এক ঘন্টা আগেই শেষ আফগানিস্তানের ইনিংস৷ শুরুর দিকের দুই ব্যাটার ছাড়া বাকিরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ার মিছিলে৷ ধর্মশালায় সকাল সাড়ে দশটা (স্থানীয় সময়) শুরু হয়ে দুপুর দেড়টার দিকেই অলআউট আফগানিস্তান৷ বাংলাদেশের সামনে জয়ের সহজ লক্ষ্য, ওভার প্রতি মাত্র তিন রানের একটু বেশি করে নিলেই জিতে যাবে সাকিবের দল৷