বার্লিনের শহরতলিতে ঘুরছে সিংহী
২১ জুলাই ২০২৩বার্লিনের দক্ষিণে পটসডাম অঞ্চলে বৃহস্পতিবার একটি সিংহী দেখা গেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। সিংহীটি খোলা রাস্তায় ঘুরছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সেটি কীভাবে ওই জায়গায় পৌঁছালো, তা এখনো স্পষ্ট নয়।
খবরটি জানার পরেই ওই অঞ্চলের সমস্ত বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ যাতে রাস্তায় না বের হন, তার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, পুলিশ, দমকল এবং বন দপ্তরের কর্মীরা ওই অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। বিশেষ করে পার্ক এবং জঙ্গল অঞ্চলগুলি খুঁজে দেখা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত সিংহীটিকে ধরা যায়নি।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সব মিলিয়ে ২২০ জন অফিসার সিংহীটির তল্লাশি চালাচ্ছেন। একটি পুরসভার পিছনের পার্কে সিংহীটিকে শেষবার দেখা গেছিল। বার্লিন লাগোয়ে ওই অঞ্চলে কার্যত নাকা তল্লাশি চলছে। রাতে নাইট ভিশন গগলস লাগিয়ে তল্লাশি চালানো হয়েছে।
কোথা থেকে এলো সিংহী
যেখানে সিংহীটি দেখা গেছে, তার আশপাশে কোনো জঙ্গল নেই। প্রশাসনের ধারণা, তিনটি জায়গা থেকেসিংহীটি আসতে পারে। চিড়িয়াখানা, সার্কাস অথবা কারো বাড়ি। সাধারণত কোনো বাড়িতে সিংহের মতো হিংস্র প্রাণি রাখতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না। তবে বিশেষ অনুমতি নিয়ে কেউ রাখতে পারে বলে মনে করা হচ্ছে। তেমনই কোনো বাড়ি থেকে সিংহীটি বেরিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ এবিষয়ে কোনো তথ্য প্রশাসনকে দেয়নি।
বাড়িতে বাঘ-সিংহের মতো প্রাণি রাখার জন্য বিশেষ সার্টিফিকেট প্রয়োজন হয়। সার্টিফিকেট দেখাতে না পারলে কড়া শাস্তি হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে মালিক নয়, সিংহীটিকে খুঁজে বার করতেই বেশি তৎপর প্রশাসন। কারণ, প্রাণিটি উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিকদের স্বাভাবিক চলাফেরা করতে দেওয়া যাচ্ছে না।
এসজি/জিএইচ (ডিপিএ, আরবিবি, এএফপি)