বায়ার্ন মিউনিখ আবার বুন্ডেসলিগার শীর্ষে
৫ মে ২০০৮বিজ্ঞাপন
বায়ার্ন-এর এই লাগাতার আধিপত্যের ফলে জার্মানিতে ক্লাব ফুটবলকে ঘিরে উত্তেজনা কমে যাচ্ছে৷ আগামী ৪ বছরেও বায়ার্ন ৩ থেকে ৪ বার এই খেতাব পাবে - এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না৷ তবে দেশের মাটিতে বুন্ডেসলিগায় সাফল্য পেলেও UEFA Cup-এর বিপর্যয় ভুলতে পারছে না বায়ার্ন৷ টিম আপাতত আগামী বছরের চ্যাম্পিয়ন্স লীগ-এর জন্য প্রস্তুত হতে ব্যস্ত৷
বায়ার্ন-এর এই সাফল্যের পেছনে কোনো অলৌকিক ঘটনা কাজ করছে না৷ ফ্রাঙ্ক রিবেরি বা লুকা টোনির মতো দুনিয়ার সেরা ফুটবলারদের টিমে রেখে ফল না পেলেই বরং আশ্চর্য হতে হতো৷ বায়ার্ন-এর সর্বশেষ এই সাফল্যের পর হয়তো কলকাতা আরও অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকবে বায়ার্ন-এর যাদু এবং গোলকিপার অলিভার কান-এর শেষ পেশাদারী ম্যাচ দেখার জন্য৷ আগামী ২৭শে মে মোহন বাগানের মুখোমুখি হবে বাভেরিয়ার ঐ তারকা-সমৃদ্ধ ঐ দল৷