1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন মিউনিখ আবার বুন্ডেসলিগার শীর্ষে

সঞ্জীব বর্মন৫ মে ২০০৮

জার্মান ফুটবল লীগ - …বুন্ডেসলিগা–র শিরোপা আবার সেই বায়ার্ন মিউনিখের ঝুলিতে৷ মরশুম শেষ হওয়ার ৪ দিন আগেই দোর্দণ্ডপ্রতাপ বায়ার্ন এই নিয়ে ২০ বার এই খেতাব অর্জন করল৷

https://p.dw.com/p/Du3d
ছবি: AP

বায়ার্ন-এর এই লাগাতার আধিপত্যের ফলে জার্মানিতে ক্লাব ফুটবলকে ঘিরে উত্তেজনা কমে যাচ্ছে৷ আগামী ৪ বছরেও বায়ার্ন ৩ থেকে ৪ বার এই খেতাব পাবে - এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না৷ তবে দেশের মাটিতে বুন্ডেসলিগায় সাফল্য পেলেও UEFA Cup-এর বিপর্যয় ভুলতে পারছে না বায়ার্ন৷ টিম আপাতত আগামী বছরের চ্যাম্পিয়ন্স লীগ-এর জন্য প্রস্তুত হতে ব্যস্ত৷

বায়ার্ন-এর এই সাফল্যের পেছনে কোনো অলৌকিক ঘটনা কাজ করছে না৷ ফ্রাঙ্ক রিবেরি বা লুকা টোনির মতো দুনিয়ার সেরা ফুটবলারদের টিমে রেখে ফল না পেলেই বরং আশ্চর্য হতে হতো৷ বায়ার্ন-এর সর্বশেষ এই সাফল্যের পর হয়তো কলকাতা আরও অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকবে বায়ার্ন-এর যাদু এবং গোলকিপার অলিভার কান-এর শেষ পেশাদারী ম্যাচ দেখার জন্য৷ আগামী ২৭শে মে মোহন বাগানের মুখোমুখি হবে বাভেরিয়ার ঐ তারকা-সমৃদ্ধ ঐ দল৷