বায়ার্ন মিউনিখ খেলতে যাচ্ছে বার্সেলোনার নু ক্যাম্পে
৭ এপ্রিল ২০০৯পরিস্থিতি এই৷ নু ক্যাম্পে বায়ার্ন শেষ খেলেছিল ১৯৯৯ সালে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছিল অত্যন্ত দুঃখজনক ভাবে: এক গোলে এগিয়ে থেকেও একস্ট্রা টাইমে দু’গোল খেয়েছিল৷ দ্বিতীয়ত, বায়ার্ন যেখানে বুন্ডেসলিগাতেই ওপরের দিকে থাকতে হিমশিম খাচ্ছে, সেখানে ‘‘বার্সা’’, অর্থাৎ বার্সেলোনা স্পেনের প্রিমেরা লিগা’তে গত পাঁচটি খেলার একটিতেও হারেনি৷
কাজেই বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল-হাইনজ রুমেনিগে স্বয়ং মন্তব্য করেছেন, যে বায়ার্নের পক্ষে এই বার্সেলোনা যাত্রা হল ‘মিশন ইমপসিবল’৷
বায়ার্ন যাচ্ছে ডিফেন্ডার ডানিয়েল ফ্যান বয়টেন এবং লুসিও, এবং সবচেয়ে বড় কথা, ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোজে’কে বাদ দিয়ে৷ ওদিকে বার্সেলোনার মিডফিল্ডের ইয়াইয়া টুরে এবং আলেকসান্দ্র লেব, দু’জনেই আবার ফিট৷ বিশেষ করে টুরে’র একটি বড় কাজ হবে বায়ার্নের ফ্রাঙ্ক রিবেরি’কে আটকানো৷
বার্সা কোচ পেপ গুয়ারদিয়োলা’র মূল আশঙ্কা বায়ার্নের রিবেরি এবং লুকা টোনি’কে নিয়ে৷ ওদিকে ক্লিন্সমান জানেন বার্সার সবচেয়ে বড় অস্ত্রটির কথা: তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড লিয়োনেল মেসি৷
তবে বাকি বিশ্ব একটি আগুন জ্বলা খেলা দেখার আশা করতে পারে৷