বায়ার্ন মিউনিখ
২০ আগস্ট ২০১০আসন্ন বুন্ডেসলিগায় ফেভারিট এই দলটি কেমন করে সেটা দেখার বিষয়৷ তবে গত মৌসুমটি ছিল বায়ার্ন মিউনিখের৷ লিগ চ্যাম্পিয়নের পাশাপাশি জার্মান কাপ ও সুপার কাপ জয়৷ তবে চ্যাম্পিয়ন্স লিগে গত ২০০১ সাল থেকে শিরোপার দেখা পায়নি ডাচ কোচ লুইস ফান গালের ছেলেরা৷ গত মৌসুমেই নতুন দায়িত্ব নেন ফান গাল এবং শুরুতেই তাঁর যোগ্যতার প্রমাণ দেখিয়েছেন৷
এদিকে, বুন্ডেসলিগার শুরুতে দলের অন্যতম খেলোয়াড় আরিয়েন রবেনকে নিয়ে শুরু হয়েছে টানা হেচড়া৷ মনে হচ্ছে ইনজুরির কারণে প্রথম কয়েকটি ম্যাচ মিস করবেন এই ডাচ খেলোয়াড়৷ কিন্তু দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিশ্বকাপে খেলার সময়ই নাকি ব্যাথা পেয়েছিলেন রবেন৷ তাই বায়ার্ন মিউনিখ এখন আঙ্গুল তুলেছে নেদারল্যান্ডসের জাতীয় দলের দিকে৷ বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল হাইঞ্জ রুমিনিগে এখন দুষছেন ডাচদের৷ অন্যদিকে, দলের আরেক তারকা ম্যুলার আরও দুই বছর বেশি থাকছেন দলে৷ ফলে আগামী ২০১৫ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখে দেখা যাবে বিশ্বকাপের এই নতুন তারকাকে৷
মূল একাদশ :
গোলরক্ষক - হান্স ইয়র্গ বাট, রক্ষণভাগ - দিয়েগো কনফেন্তো, মার্টিন ডেমিশাইল, ড্যানিয়েল ফান বুইটেন, ফিলিপ লাম, মধ্যমাঠ - ফ্রাংক রিবেরি, বাস্টিয়ান শোয়ান্সটাইগার, মার্ক ফান বামেল, আরিয়েন রবেন, আক্রমণভাগ - থমাস ম্যুলার, মিরোস্লাভ ক্লোসে কিংবা ইভিকা ওলিচ৷
তারকা খেলোয়াড় : ফিলিপ লাম, ফ্রাংক রিবেরি, বাস্টিয়ান শোয়ান্সটাইগার, আরিয়েন রবেন, থমাস ম্যুলার৷
সম্ভাব্য ফর্মেশন : ৪-৪-২
কোচ : লুইস ফান গাল (নেদারল্যান্ডস)
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ