বিশ্বের যে দশটি শহরে মানুষ সবচেয়ে বেশি যায়
আচ্ছা, গত বছর আপনি কোন শহরে সবচেয়ে বেশিবার গেছেন? ঢাকা, কলকাতা নাকি ইউরোপের কোনো শহর? এই তালিকায় থাকছে বিশ্বের সেই দশটি শহরের কথা, যেখানে গতবছর সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে৷
১. হংকং
ইউরোমনিটর ইন্টারন্যাশনালের প্রকাশিত ২০১৫ সালে সবচেয়ে ভ্রমণকৃত দশ শহরের তালিকায় প্রথমে রয়েছে এশিয়ার হংকং৷
২. লন্ডন, ইংল্যান্ড
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন৷ শহরটিতে পর্যটকদের কমতি নেই, যদিও সবার পক্ষে সহজেই সেখানে যাওয়া সম্ভব নয়৷
৩. সিঙ্গাপুর
সিঙ্গাপুরে যেতে অনেক দেশের মানুষের ভিসা লাগে না৷ এশিয়ার এই উন্নত শহরটিতে প্রতিবছর অসংখ্য মানুষ ভ্রমণ করেন৷
৪. ব্যাংকক, থাইল্যান্ড
শুধু এশীয় নন, বহু ইউরোপীয় এবং অ্যামেরিকানদের প্রিয় গন্তব্য ব্যাংকক৷ কেনাকাটা, বিশ্রাম এবং আরামের জন্য ব্যাংকক বেশ প্রসিদ্ধ৷
৫. প্যারিস, ফ্রান্স
প্যারিসের রয়েছে নিজস্ব সংস্কৃতি, রূপ৷ ফ্রান্সের রাজধানীতে দর্শনার্থীর তাই কমতি নেই৷ গতবছর সন্ত্রাসী হামলার পর স্বাভাবিকভাবেই এ শহরের নিরাপত্তা বাড়িয়েছে ফ্রান্স৷
৬. মাকাউ, চীন
চীনের মাকাউ শহর রয়েছে তালিকার ষষ্ঠ অবস্থানে৷ পর্যটকদের কাছে চীনের অন্যতম আকর্ষণ এই শহর৷
৭. সেনজেন, চীন
ইউরোমনিটরের তালিকায় স্থান পেয়েছে চীনের একাধিক শহর৷ ২০১৫ সালে সর্বাধিক ভিজিটেড শহরগুলোর মধ্যে সেনজেন আছে সাত নম্বরে৷
৮. নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে যাবেন আর নিউ ইয়র্ক ভ্রমণ করবেন না, তা কি হয়? স্বাভাবিকভাবেই এই শহরের নাম ছাড়া ভ্রমণের যে কোনো তালিকাই অসম্পূর্ণ থেকে যায়৷
৯. ইস্তানবুল, তুরস্ক
তুর্কি সীমান্তে জঙ্গিদের আনাগোনা, এমনকি দেশের ভেতরে একাধিক বোমা হামলার পরও ইস্তানবুল পর্যটকদের আকর্ষণ করে চলেছে৷
১০. কুয়ালালামপুর, মালয়েশিয়া
মালয়েশিয়া এয়ারলাইন্সের দু’টি বিমান বিধ্বস্ত হওয়া সত্ত্বেও কুয়ালালামপুরে পর্যটকের কমতি দেখা যাচ্ছে না৷ তালিকায় দশ নম্বরে আছে একসময় মাহাথির মোহাম্মদের হাত ধরে উন্নতির শিখরে ওঠা শহরটি৷