বিশ্ব উত্তরাধিকার আলোকচিত্র প্রতিযোগিতা
ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর ছবি চেয়ে পাঠিয়েছিলাম আমরা৷ প্রতিক্রিয়ায় আমরা মুগ্ধ: চার হাজারের চেয়েও বেশি অসাধারণ সব ছবি! বাছাই করতে প্রাণান্ত...
বিজয়ী ছবি: মেক্সিকোর চিচেন ইট্ঝা
মেক্সিকো থেকে জোয়েল তাঁর পাঠানো এই ছবিটি দিয়ে স্বল্প ব্যবধানে জিতেছেন৷ সুবিখ্যাত মায়া পিরামিডের সামনে এক তরুণ-তরুণী৷ চিচেন ইট্ঝার ভগ্নস্তূপটি মেক্সিকোর ইয়ুকাতান উপদ্বীপে অবস্থিত৷ ১৯৮৮ সাল থেকে এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট৷
ইয়েমেনের সোকোত্রা দ্বীপপুঞ্জ
দুবাই থেকে ইসলাম পাঠিয়েছেন হর্ন অফ আফ্রিকার কাছে তোলা এই অদ্ভূত দৃশ্য৷ এলাকাটি এতই প্রত্যন্ত যে গত দু কোটি বিশ লাখ বছর ধরে এখানে অপরূপ সব প্রাণী ও উদ্ভিদ প্রজাতি গড়ে উঠেছে৷ যে কারণে এই দ্বীপপুঞ্জকে ভারত মহাসাগরের ‘গালাপাগোস’ বলা হয়ে থাকে৷
মরণের শহর মেমফিস
আস্ট্রিড সুদূর পানামা থেকে গিয়েছিলেন গিজা-র পিরামিডগুলি দেখতে৷ সেখানেই তাঁর স্ফিনস্ক’কে কাল্পনিক চুম্বনের ছবিটি তোলা হয়৷ মেমেফিসের নেক্রোপোলিস’কে বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে ধরা হয়৷ ১৯৭৯ সাল যাবৎ এটি বিশ্ব হেরিটেজ৷
থাইল্যান্ডে আয়ুত্থায়ার ঐতিহাসিক শহর
জার্মানি থেকে এল্কে পাঠিয়েছেন এই ছবি৷ বুদ্ধের মূর্তি৷ আয়ুত্থায়া প্রায় চার শতাব্দী ধরে সায়াম-এর রাজধানী ছিল - ১৭৬৭ সালে বর্মি সেনাবাহিনীর হাতে ধ্বংস হওয়ার আগে৷ মন্দির আর প্রাসাদভবনগুলির কিছু অংশ আজও দাঁড়িয়ে৷ ১৯৯১ সাল যাবৎ বিশ্ব হেরিটেজ৷
মোসি-ওয়া-টুনিয়া বা ভিক্টোরিয়া ফলস
বোটসোয়ানা থেকে সাইমন পাঠিয়েছেন ছবিটি৷ জামবেজি নদীর এই সুবিশাল জলপ্রপাতটির নামকরণ ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নামে হলেও, তার একটি আফ্রিকান নামও আছে, মোসি-ওয়া-টুনিয়া, যার অর্থ ‘বজ্রের মতো শব্দ করে যে ধোঁয়া’৷ জলপ্রপাত থেকে যে মেঘের মতো - কিংবা ধোঁয়ার মতো - জলের ছাঁট ওঠে, তাকেই ‘বজ্রের ধোঁয়া’ নাম দিয়েছিল আদিবাসিন্দারা৷
ইটালির ভেরোনা শহর
প্রাগ থেকে ছবিটি পাঠিয়েছেন ভ্যালেরিয়া৷ এ হলো সেই বারান্দা, যেখান থেকে জুলিয়েট রোমিওকে ডাক দিতেন৷ এই বারান্দাতেই তারা পরস্পরকে কথা দিয়েছিলেন৷ ভেরোনা শহরের প্রাচীন কেন্দ্রটি ২০০ সাল যাবৎ বিশ্ব হেরিটেজ সাইট৷
আর্জেন্টিনার লস গ্লাসিয়ারেস ন্যাশনাল পার্ক
পেরিতো মোরেনোর হিমবাহের রঙগুলি ঠিকমতো ফুটিয়ে তুলতে পেরেছেন আর্জেন্টিনার সেবাস্টিয়ান তাঁর পাঠানো ছবিতে৷ বস্তুত এটা বিশ্বের একমাত্র হিমবাহ, যার যতটা বরফ গলছে, ঠিক ততটাই আবার জমছে৷ দক্ষিণ মেরুর পরেই সবচেয়ে বড় তুষারপ্রান্তর এখানে৷ ১৯৮১ সাল যাবৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট৷
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ
বিশ্বের দীর্ঘতম প্রবাল দ্বীপপুঞ্জ, তার অনেকটাই সাগরের নীচে৷ কাছেই একটা বন্দর স্থাপন করার পরিকল্পনা চলেছে, যার ফলে প্রবাল এবং অসংখ্য সামুদ্রিক প্রাণি ও উদ্ভিদ বিপন্ন হবে৷ ১৯৮১ সাল যাবৎ বিশ্ব হেরিটেজ৷ ছবিটি পাঠিয়েছেন জার্মানির ক্রিস্টিয়ান৷
শ্রীলঙ্কার সুপ্রাচীন সিগিরিয়া শহর
নিকোলাসের পাঠানো ছবিটিতে দু জন লড়াকুকে দেখা যাচ্ছে৷ কাশ্যপ তাঁর পিতা ধাতুসেনাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন - এই হলো কিংবদন্তি৷ নগরের ভিত এবং অপরাপর প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছাড়া পঞ্চম শতাব্দীর কিছু দেয়ালচিত্র আছে৷ ১৯৮২ সাল যাবৎ ওয়ার্ল্ড হেরিটেজ৷
যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন
কলোরাডো নদী পাথরের মধ্যে দু হাজার মিটার গভীর খাত কেটে বয়ে চলেছে৷ তার ওপর লাফ দেওয়ার দৃশ্য দেখে জুরিরা মুগ্ধ৷ ছবিটি পাঠিয়েছেন ব্রাজিলের মাইকেল৷ তাঁকে এবং টপ টেন-এর অন্যান্য বিজয়ীদের আমাদের অভিনন্দন!