1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ম্যানইউ - বায়ার্ন মিউনিখ

৩০ মার্চ ২০১০

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখ৷ ম্যাচটি হবে জার্মানির মিউনিখ শহরে৷ স্বভাবতই নিজ শহরের এই ম্যাচে জয় চায় বায়ার্ন৷

https://p.dw.com/p/MhQZ
ফাইল ফটোছবি: AP

অবশ্য ম্যানইউ'র ম্যানেজার এ্যালেক্স ফার্গুসন সতর্ক করে দিয়েছেন এই বলে যে, ইউরোপীয় লীগে বায়ার্নের বিরুদ্ধে দুর্বল অতীত রেকর্ডের উন্নতি ঘটাতে চায় তাঁর দল৷ তিনি বলেন, দুই ক্লাবেরই সমৃদ্ধ অতীত ইতিহাস রয়েছে৷ আর তা খেলায় ভূমিকা রাখবে বলে আমি মনে করি৷

ফার্গুসন বলেন, ইউরোপীয়ান ফুটবলের ইতিহাসে আমরা বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি৷ কিন্তু আমি বিস্মিত যে, বার্সেলোনা ছাড়া অন্য কোথাও বায়ার্নকে হারাতে পারিনি আমরা৷ এই ধারা বদলাতে চাই আমরা এবং টিম এখন ভালো ফর্মে আছে৷ সুতরাং আমরা যে ফলাফল চাই তাই পাবো বলে আশা করছি৷

ফার্গুসনের এমন আত্মবিশ্বাসের কারণও আছে৷ আর তা হচ্ছে, ম্যানইউ'র দুই তারকা ওয়েন রুনি আর রিও ফার্ডিনান্ড দু'জনেই এখন পুরো ফিট৷ ফলে তাদেরকে দেখা যাবে বায়ার্নের বিরুদ্ধে মাঠে৷

এদিকে, বায়ার্ন কোচ লুইস ফ্যান গাল অবশ্য বলেছেন, তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড বা তাদের তারকা খেলোয়ার ওয়েন রুনির ভয়ে ভীত নয়৷ তাঁর কথায়, ওয়েন রুনি খুবই ভালো খেলোয়াড় এবং সে এখনো অনেক নবীন৷

ফ্যান গাল এর মতে, রুনির বিপক্ষে খেলা বেশ কঠিন কিন্তু সেটা তাঁর খেলোয়াড়দের মধ্যে কোন ভীতি তৈরি করছেনা৷

তিনি আরো জানান, বায়ার্ন সম্ভবত এখনো ইউরোপের শীর্ষ স্থানীয় ক্লাব হতে পারেনি৷ তবে সে পর্যায়ে যেতে এরকম একটি ম্যাচই যথেস্ট৷

দুই দলের কর্তাদের এমন মতামত স্বভাবতই চাঙ্গা করছে ম্যাচের আমেজ৷ এখন দেখা যাক, মিউনিখের বিখ্যাত আলিয়ান্স এ্যারেনায় শেষ হাসি হাসে কোন দল৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী