মুম্বই হামলার ১০ বছর
২৬ নভেম্বর ২০০৮ মুম্বই সন্ত্রাসী হামলার পর মুহুর্মুহু বিস্ফোরণে কেপেঁ ওঠে হোটেল তাজ৷ ঘটনার ২৪ ঘন্টা পরও জ্বলছিল তাজ৷
সন্দেহভাজন ডেকান মুজাহিদিন
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে গত বছরের ২৬ নভেম্বর সন্ত্রাসী হামলা চালায় সন্দেহভাজন জঙ্গি সংগঠন ডেকান মুজাহিদিন৷ ছবিতে ভারী অস্ত্র সজ্জিত ডেকান মুজাহিদিনের দুই সদস্যকে দেখা যাচ্ছে৷ অবশ্য কাসাভ ছাড়া সকলে নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়৷ (ফাইল ছবি)৷
হামলার লক্ষ্যবস্তু
গত বছরের নভেম্বরে মুম্বইয়ে সন্ত্রাসীদের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে এই ম্যাপে৷
তাজের সামনে কড়া পাহারা
সন্ত্রাসী হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হোটেল তাজ৷ ঘটনার পর তাজ এর সামনে সেনাবাহিনীর সতর্ক অবস্থান৷(ফাইল ছবি)৷
যেন প্রাণ ফিরে পেলেন
মুম্বইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী রা জিম্মি করে দেশের ও বিদেশের বেশ কয়েকজন নাগরিককে৷ ছবিতে সেই অবস্থা থেকে মুক্তি পাওয়া কয়েকজনকে দেখা যাচ্ছে৷ (ফাইল ছবি)৷
সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার চেষ্টায় নিরাপত্তা বাহিনী
মুম্বইয়ে সন্ত্রাসীরা আটক করে বেশ কয়েকজনকে৷ জিম্মিদের ছাড়িয়ে আনার চেষ্টা করছেন ভারতীয় নিরাপত্তা বাহিনী৷ (ফাইল ছবি)৷
উদ্ধার কাজ
ঘটনার পর তাজ হোটেলের পণবন্দী দশা থেকে মুক্ত করে এক বিদেশী পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে নিরাপত্তা কর্মীরা৷
মুম্বইয়ে সন্ত্রাসী হামলা
মুম্বইয়ে সন্ত্রাসী হামলার পর পুলিশ একটি ঘটনাস্থল পরিদর্শন করছে (ফাইল ছবি)৷
দক্ষিণ মুম্বইয়ের প্রধান রেল স্টেশন
দক্ষিণ মুম্বইয়ের প্রধান রেল স্টেশনের ছবি এটি৷ গত বছরের ২৬ নভেম্বর সন্ত্রাসীরা মুম্বইয়ের একাধিক অভিজাত হোটেল, হাসাপাতালও রেল স্টেশনসহ নয়টি এলাকায় হামলা চালায়৷ এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৬৬জন৷
সন্ত্রাসী হামলায় আহত
মুম্বইয়ে বুধবার মধ্যরাতের সন্ত্রাসী হামলায় কোনোক্রমে প্রাণে বেঁচে যাওয়া একজনকে উদ্ধার করছে নিরাপত্তা কর্মীরা৷ মুম্বইয়ের নয়টি স্থানে এই হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হন (ফাইল ছবি)৷
আহত
দক্ষিণ মুম্বইয়ের প্রধান রেল স্টেশনে সন্ত্রাসী হামলার পর আহত একজনকে সরিয়ে নেয়া হচ্ছে (ফাইল ছবি)৷
পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ
দক্ষিণ মুম্বইয়ের প্রধান রেল স্টেশনে পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে আহত একজনকে সরিয়ে নেয়া হচ্ছে৷ (ফাইল ছবি)৷
সন্ত্রাসী হামলার পর রাস্তায় চেকপোস্ট
মুম্বইয়ে সন্ত্রাসী হামলার পর পুলিশ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সে সময় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে৷ (ফাইল ছবি)৷
স্বজন হারানো মানুষদের আহাজারি
মুম্বইয়ে সন্ত্রাসী হামলায় স্বজন হারানোর আহাজারি৷ ছবিটি ঘটনার একদিন পর মুম্বইয়ের একটি রেল স্টেশনের কাছ থেকে তোলা৷
অবশেষে নিস্তার ...
২৬ নভেম্বরের একদিন পর মুম্বইয়ের তাজ হোটেলের পণবন্দী দশা থেকে মুক্ত হওয়ার পর নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন দুই বিদেশি পর্যটক৷ তাদের নাম পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি৷
তাজ হোটেল, ঘটনার একদিন পর
২৬ নভেম্বর ২০০৮ মুম্বই সন্ত্রাসী হামলার পর মুহুর্মুহু বিস্ফোরণে কেপেঁ ওঠে হোটেল তাজ৷ ঘটনার ২৪ ঘন্টা পরও জ্বলছিল তাজ৷(ফাইল ছবি)৷
ধ্বংসযজ্ঞ
হামলার পর মুম্বই ধ্বংসযজ্ঞের চিত্র৷ (ফাইল ছবি)৷
প্রস্তুত সেনা সদস্যরা
মুম্বই হামলার পর ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান৷ ফাইল ফটো৷
সর্তক অবস্থান
মুম্বই সন্ত্রাসী ঘটনার দুই দিন পর, তখনও জ্বলছে তাজ৷ সেনাবাহিনীর সদস্যরা কৌশলগত স্থানে সতর্ক অবস্থান৷ (ফাইল ফটো৷)
আজমাল কাসাভ
মুম্বই হামলার একমাত্র ধৃত আজমাল কাসাভ৷ (ফাইল ফটো৷)
কমান্ডো অভিযান
সন্ত্রাসীদের মোকাবেলায় কমান্ডো অভিযান৷ (ফাইল ফটো৷)
সংবাদপত্র যা বললো
ঘটনার পর ভারতীয় বিভিন্ন সংবাদপত্রের সে দিনের সংস্করণ৷ (ফাইল ফটো৷)