1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রজনী- ঐশ্বরিয়ার রোবোট এসে গেছে সব রেকর্ড ভাঙতে

২ অক্টোবর ২০১০

কাঁপিয়ে দিচ্ছেন রজনীকান্ত৷ শুধু তামিল ভাষাতেই রেকর্ড ভেঙে চুরমার৷ অন্যান্য সব মিলে বোধহয় সর্বকালীন রেকর্ড করে ফেলবে রোবোট৷ যে ছবির বাজেটেও রয়েছে রেকর্ড৷ ১২৪ কোটি ভারতীয় টাকা৷

https://p.dw.com/p/PSee
রজনীরও নায়িকা হলেন ঐশ্বরিয়া রাইছবি: AP

একদিকে স্বয়ং রজনীকান্ত, অন্যদিকে ৩৫ মিলিয়ন ডলারের ছবি৷ তার ওপরে তামিল সুপারস্টারের ক্যারিশমা৷ ফলে শুক্রবার রিলিজ হওয়া ছবি বাজারে পড়েই বুঝিয়ে দিয়েছে এই টেকনিক নির্ভর, গাঁজাখুরি গপ্পো বাজারের সব রেকর্ড ভেঙে দিতে এসে গেছে৷

বিশ্বজুড়ে একসঙ্গে দুই হাজারেরও বেশি হলে মুক্তি পেল রোবোট বা এনরিথন৷ ভাষা তার তামিল, হিন্দি এবং তেলেগু৷ ছবিতে ষাট বছরের সর্বকালীন তামিল সুপারস্টার রজনীকান্ত রোবোটের ভূমিকায় গুন্ডাদের দমন করছেন৷ একের পর এক মারাত্মক, ভয়াবহ সব ভিলেনি হামলাকে পাশ কাটিয়ে যাচ্ছে সেই রোবোট৷ পাশে তার ঐশ্বরিয়া রাই৷ থ্রিডি-তে সেইসব কর্মকাণ্ড৷ ইলেক্ট্রিক ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়চ্ছেন, দ্য মাস্ক ছবির জিম ক্যারির মত একাই দশখানা বন্দুকের ট্রিগার টিপে মেরে ফেলছেন দশ গুন্ডাকে৷ সব মিলিয়ে কল্পকাহিনীর গরু গাছে তো চড়েছেই, রজনীকান্তের হাত ধরে আকাশেও উড়েছে৷

Japan Patientenroboter beim Zahnarzt
রজনীকান্ত রোবোট মোটেও এতো শান্তশিষ্ট নয়৷ছবি: AP

উড়ুক গরু৷ তাতেও আপত্তি নেই রজনীকান্তের ফ্যানেদের৷ তারা সকলেই রাত জেগে লাইন দিয়েছে টিকিটের জন্য৷ ফলে বিশেষজ্ঞদের বক্তব্য, রেকর্ড টেকর্ড সব ভেঙে দেবে এই রোবট আর এনরিথনের তেজ৷

তোজ অন্যত্রও দেখাচ্ছেন তামিল সুপারস্টার৷ রাজনীতিতে আসছেন এবার তিনি৷ এই ছবিই তার প্রমাণ৷ কারণ ছবির প্রযোজক হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে-র টপ নেতা এম করুণানিধির নাতি কালানিধি মারান৷ হঠাৎ করে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবিতে রজনীকান্তকে নায়ক করার কারণটা যদি বুঝতে অসুবিধাও হয়, ইঙ্গিতটা বুঝতে কিন্তু অসুবিধেই নেই এই ছবির পর৷

সুপারস্টার হওয়ার আগে আজকের চেন্নাই, সেদিনের মাদ্রাজে প্রথম জীবনে সরকারি বাসের কন্ডাক্টরের চাকরি করতেন এই রজনীকান্ত৷ নেতা হওয়ার পর মন্ত্রীত্ব পেলে প্রথমে কী তাহলে পরিবহণ মন্ত্রকটাকেই বেছে নেবেন সুপারস্টার?

ফ্যানেরা কী বলছেন?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম