বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল মোট ৪৪ টি৷ তার মধ্যে ১৩টি ইসলামিক দল। হেফাজতে ইসলামের দাবি, তারা একটি ‘অরাজনৈতিক' সামাজিক ইসলামি সংগঠন। অথচ দুই-একজন বাদে সংগঠনটির সব নেতাই কোনো না কোনো ইসালামি দলের সঙ্গে যুক্ত।