1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ডয়চে ভেলের সাংবাদিক শাফাআত হিমেল৷
শাফাআত হিমেলছবি: Philipp Böll/DW

শাফাআত হিমেল

আগ্রহের বিষয়: পররাষ্ট্রনীতি, রাজনৈতিক যোগাযোগ, ডিজিটাল মিডিয়া ও মানবাধিকার।

শাফাআত হিমেল ডয়চে ভেলে বাংলা বিভাগে কর্মরত আছেন ২০২৩ সাল থেকে। জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, চাকরি, ভিসা জটিলতা ও অন্যান্য অভিবাসন নীতি নিয়ে নিয়মিত কাজ করে থাকেন তিনি।

এছাড়াও সংবাদ বিশ্লেষণ, মতামত, ফ্যাক্ট চেক, কন্টেন্ট ম্যানেজমেন্ট ও ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন। 

ডয়চে ভেলেতে যোগদানের আগে তিনি স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। রাজনৈতিক অর্থনীতি ও আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ে পড়াশোনা করেছেন জার্মানির কোলন বিশ্ববিদ্যালয় ও বন বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে সাংবাদিকতার পাশাপশি ফরাসি ভাষায় শিক্ষকতা করেছেন একাধিক আন্তর্জাতিক স্কুলে।

গবেষণা ও সাংবাদিকতার বাইরেও শাফাআত হিমেল একজন আলোকচিত্র শিল্পী, হেভি মেটাল মিউজিশিয়ান ও বহুভাষী (পলিগ্লট)।

স্কিপ নেক্সট সেকশন ফিচার প্রতিবেদনগুলো করেছেন শাফাআত হিমেল
স্কিপ নেক্সট সেকশন প্রতিবেদন: শাফাআত হিমেল

প্রতিবেদন: শাফাআত হিমেল