1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'শেখ হাসিনা থাকতে বাংলাদেশের মাটিতে অন্য দেশের ঘাঁটি হবে না'

২৮ এপ্রিল ২০২৩

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বাংলাদেশের ভূখণ্ডের কোথাও অন্য কোনো দেশের সামরিক স্থাপনা হবে না৷ ডয়চে ভেলের টক শোতে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক৷

https://p.dw.com/p/4Qh3t
''বাংলাদেশের ভূখণ্ডে কোনো দেশের কোনো রকমের স্থাপনা করার কোনোভাবেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন সরকার আছে, আমরা অ্যালাও করবো না৷''
''বাংলাদেশের ভূখণ্ডে কোনো দেশের কোনো রকমের স্থাপনা করার কোনোভাবেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন সরকার আছে, আমরা অ্যালাও করবো না৷''ছবি: DW

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বাংলাদেশের ভূখণ্ডের কোথাও অন্য কোনো দেশের সামরিক স্থাপনা হবে না৷ ডয়চে ভেলের টক শোতে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক৷

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে এবারের আলোচনার বিষয় ছিল 'শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক'৷ নাহিম রাজ্জাকের পাশাপাশি আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল৷

টকশো তে নাহিম রাজ্জাককে প্রশ্ন করা হয় নির্বাচনকে সামনে রেখে জাপান এবং যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে চাইছেন কিনা, এটিই তার সফরের মূল উদ্দেশ্য কিনা৷

উত্তরে নাহিম রাজ্জাক বলেন, ''ওয়ার্ল্ড পলিটিক্সের কিন্তু মেরুকরণ হচ্ছে৷ সে জায়গায় বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি ঠিক রেখে সকলের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক বজায় রাখতে চাইছে৷''

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র একটি নৌঘাঁটি স্থাপন করতে চায়৷ এর কোনো সম্ভাবনা আছে কিনা৷

উত্তরে নাহিম রাজ্জাক বলেন, ''ভেরি ক্লিয়ারলি, ভেরি স্ট্রংলি, উইথ কনফিডেন্স আমি বলতে চাই৷ বাংলাদেশের ভূখণ্ডে কোনো দেশের কোনো রকমের স্থাপনা করার কোনোভাবেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন সরকার আছে, আমরা অ্যালাও করবো না৷ এটা ভেরি ক্লিয়ার ম্যাসেজ৷ এখানে দ্বিধাদ্বন্দ্ব রাখার প্রয়োজন নাই৷ এটা খুব স্পষ্টভাবে তিনি বারবার বলেছেন৷''

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান এবং যুক্তরাষ্ট্র সফর নিয়ে জানতে চাওয়া হয় ব্যারিস্টার কায়সার কামালের কাছেও৷ তিনি বলেন, ''যিনি গেছেন, উনি ওখানে গিয়েছেন যে ভাই, যা হয়েছে হয়েছে, আমাকে ক্ষমা করো৷ ধর্না দিচ্ছেন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য৷ নাথিং, জাস্ট ধর্না দেয়া৷''

তিনি বলেন, ''১০ই এপ্রিল পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কী বলেছিলেন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে? সেই যুক্তরাষ্ট্রে উনাকে আজকে যেতে হচ্ছে। যুক্তরাষ্ট্র সম্পর্কে বিষোদগার করা হচ্ছে। উনার ছেলে স্টেট ডিপার্টমেন্টকে বলেছেন বাঞ্চ অব হিপোক্র্য়াটস। এইসব অনেক কথাই আছে কিন্তু। এখন নির্বাচনের প্রাক্কালে জাপান, ইউএস এবং ইউকে সফরটা নাথিং বাট গোয়িং দেয়ার টু সিক দেয়ার সাপোর্ট।''

এডিকে/জেডএ