1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ ম্যাচ জিতে নেদারল্যান্ডস ও সেনেগাল নকআউট পর্বে

৩০ নভেম্বর ২০২২

নেদারল্যান্ড কাতারকে ২-০ গোলে ও সেনেগাল ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।

https://p.dw.com/p/4KFtO
সেনেগালের ভক্তদের দেখা যাচ্ছে৷
ইকুয়েডরকে হারিয়ে সেনেগাল নকআউট পর্বে ছবি: ISSOUF SANOGO/AFP/Getty Images

প্রথমার্ধের ২৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। বিরতির পর চার মিনিটের মধ্যে আরেকটি গোল হজম করলে তিন ম্যাচে তৃতীয় পরাজয় এবং প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় আয়োজক দেশ কাতারের।

নেদারল্যান্ডস দলের খেলোয়াড় বদল৷
কাতারকে হারিয়ে নক আউট পর্বে নেদারল্যান্ডসছবি: BERNADETT SZABO/REUTERS

এ গ্রুপের অন্য ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে গোল করে সেনেগাল। তবে ৬৭ মিনিটে গোল শোধ করে দারুণভাবে খেলায় ফেরে ইকুয়েডর। তবে তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে আবার এগিয়ে যায় সেনেগাল। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি।

একেএ/এসিবি