সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর পায়নি ডাচরা
২৮ অক্টোবর ২০২৩ম্যাচটি কলকাতায় বলেই চেনা পরিবেশ ফিরে আসে বাংলাদেশের৷ তাতে নিজেদের বোলিং রূপটাও দেখায় সাকিব আল হাসানরা৷ পিচের সুবিধা কাজে লাগিয়ে স্পিন বিষে নীল করে কমলাদের৷ সঙ্গে পেসাররাও যোগ দেন বুদ্ধিদীপ্ত বোলিংয়ে৷ তাই নেদারল্যান্ডসকে বেঁধে রাখা গেছে নাগালের মাঝেই৷
জোড়ায়-জোড়ায় উইকেট হারিয়ে ইনিংসে ধুঁকেছে তারা৷ ইনিংসের শুরুতে, ৬৩ রানে ও ১৮৫ রানে দুটি করে উইকেট হারিয়ে স্বল্পপুঁজিতেই সন্তুষ্ট হতে হয় ডাচদের৷
১০৭ রানে ৫ উইকেট হারানোর পর লড়াকু পুঁজি আসার কৃতিত্ব অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের৷ তাদের সময়োপযোগী জুটিটা দারুণ কাজে দেয়৷ এডওয়ার্ডস এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারে ১৪তম ফিফটি তুলে ৮৯ বলে ৬ চারে ৬৮ রানে ফেরেন মোস্তাফিজুরের কাটারে মিরাজের ক্যাচ হয়ে৷ প্রায় ১৫ ওভার ক্রিজে থেকে ৭৮ রানের জুটি ভাঙ্গে ডাচদের৷ সঙ্গী ফেরার ঠিক পরের ওভারেই ফিরতে হয় সাইব্র্যান্ডকেও৷ মাহেদি হাসানের বলে লেগ বিফোর হয়ে ৬১ বলে ৩ চারে ৩৫ রানে তার লড়াই থামে৷ পরের ব্যাটাররা ইনিংসের বাকি ৫ ওভারে খুব বেশি রান যোগ করতে পারেননি৷
ইনিংসের শুরুতে আগের ম্যাচগুলোর মতো ক্যামিও ইনিংসে দলকে কিছু রান এনে দিতে ব্যর্থ হন বিক্রমজিৎ সিং৷ দলে ফেরা তাসকিন আহমেদের লেগ স্ট্যাম্পের বলে ফ্লিক করতে গিয়ে তার ব্যাট ঘুরে যায়৷ মাত্র ৩ রানে ক্যাচ দেন মিডঅফে সাকিবের হাতে৷ পরের ওভারেই ফর্মহীন ওপেনার ম্যাক্স ও'ডাউডকে ফেরান শরিফুল৷ অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে তানজিদের দারুণ ক্যাচে পরিণত হন এ ব্যাটার৷ দুই ওভারের ব্যাবধানে জোড়া উইকেট হারিয়ে ৪ রানে ২ উইকেটে ডাচরা৷
শুরুতেই দু ওপেনারকে হারিয়ে পথ হারানোর উপক্রম ছিল নেদারল্যান্ডসের৷ তবে অভিজ্ঞ ওয়েসলি বারেসির কাউন্টার অ্যাটাকে এ যাত্রা ঘুরে দাঁড়ায় তারা৷ ২০১১ বিশ্বকাপেও কলকাতায় খেলে যাওয়া বারেসি খেলতে থাকেন দারুণ ছন্দে৷ তাসকিন, শরিফুল, মোস্তাফিজদের দারুণ ভাবে সামলে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন একাই৷ পুরো ব্যাটিং লাইনে একমাত্র বারেসিকেই মনে হয়েছে ছন্দে আছেন কলকাতার উইকেটে আর বাংলাদেশ বোলারদের বিপক্ষে৷ কলিন আকারম্যানকে নিয়ে ৫৯ রানের দারুণ জুটিও গড়েন ১১ ওভারের মতো খেলে৷ অথচ ওই সময়েই আসে আবারও ধাক্কা৷
শুরুর জোড়া উইকেট হারানোর মতো এবারও দলীয় ৬৩ রানে উইকেটের দুই প্রান্তে সেট হয়ে যাওয়া দুই ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস৷ মোস্তাফিজের কাটার বুঝতে না পেরে আগেই ব্যাট চালিয়ে দেন ৮ চারে ৪১ বলে ৪১ রান করা বারেসি৷ তাতে বল আকাশে উঠে পিচের ওপরেই থাকে৷ কাভার থেকে কিছুটা এগিয়ে নিজের দ্বিতীয় ক্যাচ নেন সাকিব৷ এক ধাক্কার পর আগের মতো এবারও টানা দ্বিতীয় ওভারে উইকেট হারায় ডাচরা৷ ৩৩ বলে ১৫ রান করে উইকেটে টিকে থাকা আকারম্যান সাকিবকে সুইপ করতে গিয়ে বল তুলে দেন শর্ট ফাইন লেগে দাঁড়ানো মোস্তাফিজের হাতে৷
এবার জোড়া আঘাতের পর টানা তিন ওভারে ডাচদের তিন উইকেট তুলে নিতে পারত বাংলাদেশ৷ কিন্তু মোস্তাফিজের বলে দু'দুবার ক্যাচ তুলে দিয়েও জীবন পান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস৷ দুবারই ০ রানে আউট হওয়া থেকে বেঁচে যান, প্রথমটি গালিতে লিটন দাসের মিসে আর দ্বিতীয়টি কিপার মুশফিকুর রহিমের মিসে৷ জীবন পেয়ে বাস ডি লিডিকে নিয়ে ধীরে এগোতে থাকেন এডওয়ার্ডস৷ রান তোলার চেয়ে উইকেটে টিকে থাকাই ছিল লক্ষ্য৷ ওই সময় বোলিংয়ে বদল এনে সুফল পান সাকিব৷ আক্রমণে আসা তাসকিন নিজের দ্বিতীয় ওভারেই ৪৪ রানের জুটি ভাঙ্গেন৷
তাসকিনের পঞ্চম স্ট্যাম্পের বল ডি লিডির ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে জমা পড়ে৷ তবে কিপার ও বোলার কেউই নিশ্চিত ছিলেন না ক্যাচের ব্যাপারে৷ অধিনায়ক সাকিব অবশ্য ব্যতিক্রম৷ আম্পায়ার আউট না দেয়ায় সঙ্গে সঙ্গে রিভিউ নেন৷ তাতে সফল হয়ে পঞ্চম উইকেট শিকার করে বাংলাদেশ৷ ৩২ বলে ২ চারে ১৭ করেন ডি লিডি৷
পরে এঙ্গেলব্রেখটকে নিয়ে ৭৮ রানের জুটিতে দলকে সম্মানজনক দুইশো পার করার পথ করে দেন এডওয়ার্ডস৷
সংক্ষিপ্ত স্কোর :
নেদারল্যান্ডস ৫০ ওভারে ২২৯ (এডওয়ার্ডস ৬৮, বারেসি ৪১, সাইব্র্যান্ড ৩৫ ; তাসকিন ২/৪৩, সাকিব ১/৩৭, মোস্তাফিজ ২/৩৬)