1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর পায়নি ডাচরা

শিহাব উদ্দিন
২৮ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন ধরে রাখার ম্যাচে দারুণ বোলিং বাংলাদেশের৷ সাকিব-মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে ২২৯-এর বেশি যেতে পারেনি নেদারল্যান্ডস৷

https://p.dw.com/p/4Y9Bm
Inden I Cricket World Cup - Bangladesch vs Niederlande
ছবি: Bikas Das/AP/picture alliance

ম্যাচটি কলকাতায় বলেই চেনা পরিবেশ ফিরে আসে বাংলাদেশের৷ তাতে নিজেদের বোলিং রূপটাও দেখায় সাকিব আল হাসানরা৷ পিচের সুবিধা কাজে লাগিয়ে স্পিন বিষে নীল করে কমলাদের৷ সঙ্গে পেসাররাও যোগ দেন বুদ্ধিদীপ্ত বোলিংয়ে৷ তাই নেদারল্যান্ডসকে বেঁধে রাখা গেছে নাগালের মাঝেই৷

জোড়ায়-জোড়ায় উইকেট হারিয়ে ইনিংসে ধুঁকেছে তারা৷ ইনিংসের শুরুতে, ৬৩ রানে ও ১৮৫ রানে দুটি করে উইকেট হারিয়ে স্বল্পপুঁজিতেই সন্তুষ্ট হতে হয় ডাচদের৷

১০৭ রানে ৫ উইকেট হারানোর পর লড়াকু পুঁজি আসার কৃতিত্ব অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের৷ তাদের সময়োপযোগী জুটিটা দারুণ কাজে দেয়৷ এডওয়ার্ডস এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারে ১৪তম ফিফটি তুলে ৮৯ বলে ৬ চারে ৬৮ রানে ফেরেন মোস্তাফিজুরের কাটারে মিরাজের ক্যাচ হয়ে৷ প্রায় ১৫ ওভার ক্রিজে থেকে ৭৮ রানের জুটি ভাঙ্গে ডাচদের৷ সঙ্গী ফেরার ঠিক পরের ওভারেই ফিরতে হয় সাইব্র্যান্ডকেও৷ মাহেদি হাসানের বলে লেগ বিফোর হয়ে ৬১ বলে ৩ চারে ৩৫ রানে তার লড়াই থামে৷ পরের ব্যাটাররা ইনিংসের বাকি ৫ ওভারে খুব বেশি রান যোগ করতে পারেননি৷

ইনিংসের শুরুতে আগের ম্যাচগুলোর মতো ক্যামিও ইনিংসে দলকে কিছু রান এনে দিতে ব্যর্থ হন বিক্রমজিৎ সিং৷ দলে ফেরা তাসকিন আহমেদের লেগ স্ট্যাম্পের বলে ফ্লিক করতে গিয়ে তার ব্যাট ঘুরে যায়৷ মাত্র ৩ রানে ক্যাচ দেন মিডঅফে সাকিবের হাতে৷ পরের ওভারেই ফর্মহীন ওপেনার ম্যাক্স ও'ডাউডকে ফেরান শরিফুল৷ অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে তানজিদের দারুণ ক্যাচে পরিণত হন এ ব্যাটার৷ দুই ওভারের ব্যাবধানে জোড়া উইকেট হারিয়ে ৪ রানে ২ উইকেটে ডাচরা৷

Indien Kolkata | Cricket WCup | Bangladesch gegen die Niederlande
এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারে ১৪তম ফিফটি তুলে ৮৯ বলে ৬ চারে ৬৮ রানে করেন স্কট এডওয়ার্ডস৷ছবি: Bikas Das/AP Photo/picture alliance

শুরুতেই দু ওপেনারকে হারিয়ে পথ হারানোর উপক্রম ছিল নেদারল্যান্ডসের৷ তবে অভিজ্ঞ ওয়েসলি বারেসির কাউন্টার অ্যাটাকে এ যাত্রা ঘুরে দাঁড়ায় তারা৷ ২০১১ বিশ্বকাপেও কলকাতায় খেলে যাওয়া বারেসি খেলতে থাকেন দারুণ ছন্দে৷ তাসকিন, শরিফুল, মোস্তাফিজদের দারুণ ভাবে সামলে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন একাই৷ পুরো ব্যাটিং লাইনে একমাত্র বারেসিকেই মনে হয়েছে ছন্দে আছেন কলকাতার উইকেটে আর বাংলাদেশ বোলারদের বিপক্ষে৷ কলিন আকারম্যানকে নিয়ে ৫৯ রানের দারুণ জুটিও গড়েন ১১ ওভারের মতো খেলে৷ অথচ ওই সময়েই আসে আবারও ধাক্কা৷

শুরুর জোড়া উইকেট হারানোর মতো এবারও দলীয় ৬৩ রানে উইকেটের দুই প্রান্তে সেট হয়ে যাওয়া দুই ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস৷ মোস্তাফিজের কাটার বুঝতে না পেরে আগেই ব্যাট চালিয়ে দেন ৮ চারে ৪১ বলে ৪১ রান করা বারেসি৷ তাতে বল আকাশে উঠে পিচের ওপরেই থাকে৷ কাভার থেকে কিছুটা এগিয়ে নিজের দ্বিতীয় ক্যাচ নেন সাকিব৷ এক ধাক্কার পর আগের মতো এবারও টানা দ্বিতীয় ওভারে উইকেট হারায় ডাচরা৷ ৩৩ বলে ১৫ রান করে উইকেটে টিকে থাকা আকারম্যান সাকিবকে সুইপ করতে গিয়ে বল তুলে দেন শর্ট ফাইন লেগে দাঁড়ানো মোস্তাফিজের হাতে৷

এবার জোড়া আঘাতের পর টানা তিন ওভারে ডাচদের তিন উইকেট তুলে নিতে পারত বাংলাদেশ৷ কিন্তু মোস্তাফিজের বলে দু'দুবার ক্যাচ তুলে দিয়েও জীবন পান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস৷ দুবারই ০ রানে আউট হওয়া থেকে বেঁচে যান, প্রথমটি গালিতে লিটন দাসের মিসে আর দ্বিতীয়টি কিপার মুশফিকুর রহিমের মিসে৷ জীবন পেয়ে বাস ডি লিডিকে নিয়ে ধীরে এগোতে থাকেন এডওয়ার্ডস৷ রান তোলার চেয়ে উইকেটে টিকে থাকাই ছিল লক্ষ্য৷ ওই সময় বোলিংয়ে বদল এনে সুফল পান সাকিব৷ আক্রমণে আসা তাসকিন নিজের দ্বিতীয় ওভারেই ৪৪ রানের জুটি ভাঙ্গেন৷

তাসকিনের পঞ্চম স্ট্যাম্পের বল ডি লিডির ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে জমা পড়ে৷ তবে কিপার ও বোলার কেউই নিশ্চিত ছিলেন না ক্যাচের ব্যাপারে৷ অধিনায়ক সাকিব অবশ্য ব্যতিক্রম৷ আম্পায়ার আউট না দেয়ায় সঙ্গে সঙ্গে রিভিউ নেন৷ তাতে সফল হয়ে পঞ্চম উইকেট শিকার করে বাংলাদেশ৷ ৩২ বলে ২ চারে ১৭ করেন ডি লিডি৷

পরে এঙ্গেলব্রেখটকে নিয়ে ৭৮ রানের জুটিতে দলকে সম্মানজনক দুইশো পার করার পথ করে দেন এডওয়ার্ডস৷

সংক্ষিপ্ত স্কোর :

নেদারল্যান্ডস ৫০ ওভারে ২২৯ (এডওয়ার্ডস ৬৮, বারেসি ৪১, সাইব্র্যান্ড ৩৫ ; তাসকিন ২/৪৩, সাকিব ১/৩৭, মোস্তাফিজ ২/৩৬)

শিহাব উদ্দিন সাংবাদিক
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য