1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা সুন্দরী চঞ্চলকলি, দ্বিতীয় ধিরেন্দ্রকলি

২৯ ডিসেম্বর ২০১০

সেরা সুন্দরী ২৮ বছর বয়সি চঞ্চলকলি৷ সুন্দরী প্রতিযোগিতার দৌড়ে দ্বিতীয় হলো ৩৫ বছরের ধিরেন্দ্রকলি৷ তবে গর্ভবতী না হলে হয়তো সেরা সুন্দরীর শিরোপাটি জুটতো ধিরেন্দ্রকলির শিরেই, এমন দাবি চন্দ্র দেব চৌধুরীর৷

https://p.dw.com/p/zqw3
সুন্দরী, প্রতিযোগিতা, হাতি, নেপাল, উৎসব, ফুটবল, ক্রীড়া, পর্যটন, জার্মান, সেরা, চঞ্চলকলি, দ্বিতীয়, ধিরেন্দ্রকলি, Nepal, Elephant, German, dpa, sports, tourism, Football,
সুন্দরী প্রতিযোগিতায় একটি হাতিছবি: picture alliance/dpa

নাদুস-নুদুস হলে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় হয়তো কোন শিরোপা জোটে না৷ কিন্তু মঙ্গলবার নেপালে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকরা যেসব কারণে চঞ্চলকলিকে সেরা সুন্দরী ঘোষণা করেছে তার মধ্যে সুস্বাস্থ্য অন্যতম৷ এছাড়া বিচারকদের বিবেচনায় ছিল দেহের সুস্থতা, শক্তি এবং চেহারা৷ যাহোক, হাতি সুন্দরী প্রতিযোগিতা বলেই হয়তো বিচারকদের বিবেচনার ধারাটি এরকম৷ তবে ধিরেন্দ্রকলি সেরা সুন্দরী না হতে পারায় বেজায় মন খারাপ মাহুত চন্দ্র দেব চৌধুরীর৷ অবশ্য সান্ত্বনা খুঁজেছেন এই বলে যে, ‘‘সে গর্ভবতী৷ তাই স্বাভাবিকভাবেই সে ততোটা চটপটে হতে পারেনি৷''

নেপালের চিতওয়ানে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক হাতি উৎসবে হাতিছানাদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কেআইএসটি ব্যাংক দল৷ দলের পক্ষে চারটি গোলের দু'টিই করেছে তির্থমানিকালি৷ এছাড়া তিনদিনের আসরে চারটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হলো নারায়ণগজ৷

এদিকে, হাতিদের দৌড়ে অপর ছয় প্রতিযোগীকে পেছনে ফেলে দ্রুততম হয়েছে চম্পাকলি৷ গত বছরও দৌড়ে সেরা ছিল এই চম্পাকলি৷ এছাড়া এই উৎসবে ছিল ঘোড়া গাড়ি ও ষাঁড় টানা গাড়ির দৌড়৷ সবমিলিয়ে ৩৫টি হাতি হাজির হয়েছিল এই আসরে৷ ফলে আসরের নানা আয়োজন এবং প্রতিযোগিতা উপভোগ করে খুবই উল্লসিত উপস্থিত দর্শক ও ভক্তরা৷

উৎসবে হাজির জার্মান পর্যটক উশি পেট্রেল জার্মান বার্তা সংস্থা ডিপিএ'কে বলেন, ‘‘আমার দেশে প্রাণীদের দৌড় কখনই দেখিনি৷ তাই আমার কাছে এটা খুবই মজার৷'' উৎসবের সমন্বয়কারী কেশব পান্ডে বলেন, ‘‘আগামী বছর আরো সুন্দর করতে চাই এই আসর এবং এ ধরণের আরো উৎসব আয়োজন করে ক্রীড়া পর্যটনকে এগিয়ে নিতে চাই৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান